আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ বালিকা

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

গত কাল সকালের কথা,বৃষ্টি শুরু হল হঠাৎ....এমন ভয় কমই পাইছি!!কারন একটু পর IM (impossible mission) মানে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা। আমার এই পরীক্ষা ভালো হওয়ার কোন কারন নাই!ভাবতেছেন তাতে কি? আছে,তয় খুইলা কই। আমার জন্ম রমজানের ১ম দিন। বাংলা জৈষ্ঠ মাসে। বাইরে তখন ঝুম বৃষ্টি।

সেই থেইকা বৃষ্টি আর আমর ইনিংস শুরু। জ্ঞান হবার পর থেকে আমার যেদিন খুব খুব খুশির দিন থাকে সেদিন বৃষ্টি হবেই,যেদিন উল্লেখ করার মত কষ্টের দিন আসে তখন বৃষ্টি,সেটা মাঘ মাস হলেও । বেপারটা প্রথমে বিশ্বাস করে না অনেকেই,কিন্তু আমার সব বন্ধু,স্বজন সবাই মানে এটা। আর তাই আমার একটা ডাক নামও দিছে "বৃষ্টি বালক"। যা কইতেছিলাম,কালকের বৃষ্টিতে ভয় পাইলাম এই ভাইবা যে তবে কি পরীক্ষা কাদাঁ খারাপ হবে!!১১টায় পরীক্ষা।

১০.৩০ এ গেলাম টিভি রোমে। একুশে টিভি ছাড়া। হঠাৎ চোখ পড়ল পর্দায়!!garmmen 2 বাজারে আসছে!!মানে গেলো ১৪ তারিখ IPO তে যে প্রাইমারী শেয়ার 2টা পাইলাম তা বাজারে আইলো!!আমি ভাবসিলাম আরো টাইম লাগব! হিসাব করলাম ওপেনিং প্রাইজ যা তাতেই ৩৪ হাজার টাকা লাভ!!আমার মত ছাত্র মানুষ শখের বসে যা করেছিলাম তাতে এই লাভ!!খুশিতে লাফাইয়া উঠলাম বুঝলাম কেন বৃষ্টি!!কেন মেঘ বালিকার এই আগমন.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।