আমাদের কথা খুঁজে নিন

   

এন্টেনা



১. প্রথমে একটা ছোট্ট গল্প বলে নিই, এক ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা আইফেল টাওয়ার কে বানিয়েছে? বাবা বললেন, জানিনা ছেলেটি দিত্বীয়বার জিজ্ঞাসা করল বাবা, টুইন টাওয়ার কে ভেঙ্গেছে? বাবা বললেন, জানিনা ছেলেটি আবার জিজ্ঞাসা করল, বাবা পিসার হেলানো মন্দির কোথায়? বাবা এবারও জবাবে বললেন, জানিনা। ছেলেটা হতাশ হয়ে চলে যেতে শুরু করলে রসিক বাবা বললেন, কিরে প্রশ্ন করছিস না কেন? প্রশ্ন না করলে শিখবি কিভাবে? ২. আশা করা যাচ্ছে দুয়েক দিনের মধ্যে তারেক রহমান মুক্তি পাচ্ছেন। এ খবর পড়ে ছেলেটা তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা দুর্নিতীর হিসাব নিকাশের তাহলে কি হবে? রসিক বাবা এবার চুপ করে রইলেন। আমরা জানিনা তিনি কি করবেন? তবে হতে পারে ... ক. তিনি চুপ করে থাকবেন? খ. তিনি এরপরও ছেলেকে বলবেন, প্রশ্ন কর। প্রশ্ন না করলে শিখবি কিভাবে? অথবা গ. তিনি বলবেন, বাবারে রসিক হিসেবে আমার এন্টেনা খুবই ছোট এতো বড় রসিকতা আমার এন্টেনায় ধরা পড়ছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।