আমাদের কথা খুঁজে নিন

   

কলিগের কথা শুইন্যা তাল গাছে উইট্রা গেছি

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

আমি যখন ব্যান খেয়েছিলাম তখন আমার অফিসের সবাই খুব মর্মাহত হয়েছিলো। সেটা বৃহস্পতিবারের ঘটনা। শুক্রবার এবং শনিবার আমার অফিস বন্ধ থাকে। রোববারদিন সবাই জিজ্ঞেস করলো আনব্যান হইছি কিনা? আনব্যান হয়নি শুনে সবাই বললো মন খারাপ করার দরকার নেই।

এর মাঝে একজন বললো ভাইরে দ্রব্যমূল্যর যা দাম তাতে যে ফ্রি ফ্রি ব্যান খাইছেন সেটাতো বিশাল ব্যাপার । আমিও চিন্তা করে দেখলাম খারাপ কয় নাই। আজকে এক কলিগ বলতেছিলো সকাল বেলা বাজারে গিয়া দেখি ১৮০ টাকা কেজির গরুর মাংস ২২০ টাকা কেজি। আমি বললাম তাইলে তো ভাই এইবার রোজায় খবর আছে। গতকালকে ৪০ টাকা কেজি পেয়াজ কিনেছি।

এর মাঝে এক কলিগের প্রশ্নের জবাবে বললাম আইজকা সকালে আনব্যান হইলাম। তখন ঐ কলিগ বলতে লাগলো ভাইরে আমি হইলে রোজার মাসে ফ্রি ফ্রি ব্যান খাইয়া কাটাইয়া দিতাম । আপনার মতো আনব্যানের জন্য এত কান্নাকাটি করতাম না। আসুন আমরা রোজার মাসে ফ্রি ফ্রি ব্যান খাইয়া কাটাইয়া দিই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।