আমাদের কথা খুঁজে নিন

   

সুমি খুনী!

দল কানাদের ঘৃণা করি

এত কম বয়সে খুনের মামলার আসামি হবে কখনো কি ভেবেছে সুমি? গৃহকর্তার মেয়ে ঐশী রহমানের আদেশ মানাই তার অপরাধ। সুমি জবানবন্দিতে বলে, "হত্যাকান্ডের সময় ঐশি আপু আমাকে(সুমি) ঔহি ভাইয়াকে একটি রুমের মধ্যে আটকে রাখে। হত্যাকান্ড শেষ হবার পর ঐশি আপু আমাকে বলে মেঝে হতে রক্তগুলো পরিষ্কার করতে। ঐশি আপুর কথা মেনে আমি (সুমি) রক্তগুলো পরিষ্কার করি। আইনজীবী বলেন, "হত্যা মামলায় সুমি সম্পূর্ণ ভিকটিমাইজ।

কেননা একটি হত্যা করতে হলে তিনটি মোটিভ থাকতে হবে। দোষীমন, অভিপ্রায় ও প্লানিং। এই তিনটি সমন্বয় থাকলে হত্যা বলে বিবেচিত হবে। কিন্তু সুমির ক্ষেত্রে একটাও প্রযোজ্য নয়। " যত দোষ গরীবের, কারণ তাদের দেখার কেউ নেই।

হায়রে মানবতা। মানবাধিকার সংগঠনগুলো কই? বিস্তারিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।