আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রীর সাফল্যে অস্বস্তি!

স্ত্রী হিসেবে অবশ্যই একজন চৌকস, বুদ্ধিমতী ও আকর্ষণীয় নারীকে পেতে চান পুরুষ। কিন্তু সেই স্ত্রীর সাফল্যে পুরুষের অবচেতন মনে একধরনের অস্বস্তি ও হীনম্মন্যতা বোধ তৈরি হয়। একদল মার্কিন গবেষক এ তথ্য জানিয়েছেন। জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, স্ত্রী বা বান্ধবীর পেশাগত সাফল্যে পুরুষের অবচেতন আত্মমর্যাদাবোধ আহত হতে পারে। কিন্তু স্বামীর সাফল্যে একজন নারীর আত্মমর্যাদায় কোনো প্রভাব পড়ে না।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ববিদ কেট র‌্যাটলিফ বলেন, সরাসরি প্রতিযোগিতা না থাকলেও নিজ সঙ্গিনীর সাফল্যকে পুরুষেরা নিজেদের ব্যর্থতা হিসেবে বিবেচনা করেন। স্ত্রীর দুর্দান্ত সাফল্যকে একজন পুরুষ অকারণে নিজের জন্য হুমকি মনে করেন।  র‌্যাটলিফ এবং তাঁর সহযোগীরা যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের প্রায় ৯০০ জন ব্যক্তির ওপর পরীক্ষার ভিত্তিতে ওই গবেষণা প্রতিবেদন তৈরি করেন। অধিকাংশ পুরুষ তাঁদের সঙ্গিনীর সাফল্যের পর অবচেতনে তুলনামূলক খারাপ বোধ করেন। এএফপি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.