আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র রমজান

আমার ব্যক্তিগত ব্লগ

আসছে রমজান মাস। যদিও সংযমের মাস, তবুও শুরু থেকে কেন যেন উৎসব উৎসব লাগে। খাওয়ার সময় সূচির কারনে সব কিছুর সময় পাল্টে যায়। ইবাদত বেশি করা হয় কারন সোয়াব এই মাসে বেশি দেয়া হবে। আবার পাপও কম করা হয় কারন প্রথমত: রোজা রাখা হয় আর এই মাসে অন্যায় করলে শাস্তিও বেশি পেতে হবে।

নিজেকে সংযমের এক উত্কৃষ্ট সময়। সব বিপনীতে চলে ইফতার আর ঈদের কেনা বেচা। ইফতারের সময় যে যেখানে থাকুক সবাই একসাথে খেতে বসে যায়। রাস্তা ঘাট, দোকান-পাট যেন থমকে দাড়ায়। কেউ কাউকে না চিনুক, সবাই সবাই ইফতারের আহবান জানায় আর একসাথে ইফতার করে।

এ যেন অন্য এক জগৎ, অন্য এক সময়। আর বাংগালীদের ইফতারের মজাদার খাবারের তো তুলনাই হয় না। এই সময় রোজা না রেখে অন্য সময় সেটা পূরন করা খুব কঠিন। আমার দূর্বলতার কারনে সবাই রোজা রাখতে মানা করছে। আমি ঠিক করে রেখেছি, রোজা রেখে দেখি, বমি হয়ে গেলে ইমনিতেই রোজা ভেংগে যাবে।

তখন না হয় খেয়ে নিব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.