আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিক ও আস্তিকদের জন্য ১টি কৌতুক

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।

বাংলাদেশের এক চরম নাস্তিক কথায় কথায় যে সৃষ্টিকর্তাকে গালি দেয় একদিন বিমান দূর্ঘটনায় পড়ল আফ্রিকার গহিন জঙ্গলে। সে ছাড়া কেউ বেঁচে নেই। সে বন থেকে বের হওয়ার রাস্তা খুজঁছে এমন সময় ১০/১২ জন জংলী রে রে রে করে তাকে চারদিক দিয়ে ঘিরে ধরলো। জংলীরা যা বলে সে বুঝে না, সে যা বলে জংলীরা বুঝে না।

কোন উপায়ন্তর না দেখে সে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বললো ' এ কোন কঠিন বিপদে ফেসে গেলাম প্রভু'? সাথে সাথে সে গায়েবী আওয়াজ শুনতে পেল " না তুই কঠিন বিপদে ফাসিসনি, আমার কথা মতো কাজ কর; তোর সামনে যে পাথরটা দেখছিস ওটা নিয়ে সজোরে সর্দারের মাথায় আঘাত কর"। যে কথা সে কাজ সে পাথরটা নিয়ে সজোরে সর্দারের মাথায় মারল। সর্দারের মাথা ফেটে চৌচির। সব জংলী দা, ছুরি, বর্শা নিয়ে তাকে ঘিরে ধরল। ঠিক সে সময় সে দ্বিতীয়বারের মতো গায়েবী আওয়াজ শুনল " হ্যাঁ, এবার তুই সত্যিকারের কঠিন বিপদে ফেসে গেছিস"।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।