আমাদের কথা খুঁজে নিন

   

আহ্‌ , সমুদ্র ......

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

অনেকদিনের ইচ্ছে পূরণ হলো আজ, গিয়েছিলাম সমুদ্র দেখতে। বেশ কিছুদিন ধরে মন খারাপ ছিল নানা কারণে, শুধু ইচ্ছে করছিল সমুদ্রপাড়ে যেতে, কারণ সমুদ্রের কাছে গেলে মানুষের ব্যক্তিগত দুঃখ-কষ্টগুলোকে আর বড় মনে হয়না, সাগরের বিশালতার কাছে নিজের দুঃখগুলোকে বিসর্জন দিয়ে আবার নতুন করে জীবন শুরু করার তাড়না অনুভব করছিলাম নিজের ভেতর থেকেই। বিকালে এক বন্ধুর সাথে গেলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। যদিও আমি একাই যেতে চেয়েছিলাম, কিন্তু চট্টগ্রাম আসার পর থেকেই টানা বর্ষণের কারণে ঘর থেকে বের হওয়ার উপায় ছিলনা এই কদিন, আজ সারাদিন আবহাওয়াটা ভালই ছিল।

সকালে আমার এক বন্ধু বাসায় আসার পর বিকালে তাকে নিয়ে গেলাম সমুদ্র দেখতে, আমার অনেকদিনের ইচ্ছে পূরণ করতে। সাগরের কাছে গিয়েই একটা আশ্চর্য প্রশান্তি অনুভব করলাম কেন যেন। এতদিনের জমানো ব্যাথাগুলো সাগরের বিশালতার কাছে গচ্ছিত রেখে নিজেকে একজন সম্পূর্ণ নতুন মানুষ হিসেবে ফিরে পেলাম। আজ সমুদ্রপাড়ে গিয়ে আরো একটি জিনিস দেখলাম, সাগরের কাছে গিয়ে সবাই আসলে শিশুর মত হয়ে যায়। অনেককেই দেখলাম প্রিয় মানুষের বিরহের কথা সাগরের বালিতে লিখে রাখছে, এই ব্যাপারগুলো দেখে প্রথমে খুব হাসি পেলেও পরক্ষণেই মনে হল, আসলে সাগরের কাছে গেলে সবাই নিজের অব্যক্ত কথাগুলো সাগরের কাছে প্রকাশ করে নিজেকে মানসিকভাবে হালকা করার একটি সুযোগ গ্রহণ করে।

সমুদ্রের বিশালতার কাছে গেলে নিজের দুঃখগুলোকে আর দুঃখ বলে মনে হয়না কখনো, একটা আশ্চর্যরকম মানসিক প্রশান্তি কাজ করে। আজ অনেকদিন পর সমুদ্র দর্শনের পর আমিও ঠিক একই রকম প্রশান্তি বোধ করছি। সমুদ্র, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ সমুদ্রপাড়ে তোলা কিছু ছবি শেয়ার করলামঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।