আমাদের কথা খুঁজে নিন

   

তিন চাকা জেনারেশনরিপোস্ট ।

নিজের উপর বিরক্ত হই মাঝে মাঝে.....।

রিকশার পিছনে যদি এমন চিত্র থাকত তবে কেমন হতো? যে সকল প্রেমিক জুটি রিকশায় ঘুরতে পছন্দ করেন তাদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা আছে। ** অতিরিক্ত চার্য প্রযোজ্য ** শর্ত প্রযোজ্য গ্যান্জামী যাত্রীরা, এই রিকশা চালক মার্শাল আর্ট হলুদ বেল্ট প্রাপ্ত। হোম সার্ভিস রিকশা পেতে হলে ক্লিক করুন http://www.rickhmservice.com আর বৃষ্টিতে রিকশা খোঁজা নয়, ঘরে বসেই রিকশা আনয়ন সার্ভিস। ** দেশের সবচেয়ে বড় রিকশা সরবরাহকারী প্রতিষ্টান তিন পুরুষ ধরে রিকশা চালাই, ১৪ বছরের অভিজ্ঞ সুদর্শন ড্রাইভার।

ভারী কোন দুর্ঘটনার অভিজ্ঞতা নেই, মিষ্টভাষী টিপটপ কন্ডিশনের রিকশা। To-Let অবিবাহিত চাকরিজীবি, ছাত্রদের জন্য ভালো মানের বাড়িওয়ালার মনোরম বাড়ির জন্য এই রিকশাওয়ালার সঙ্গে যোগাযোগ করেন। **শর্তসাপেক্ষে বান্ধবী আনা যাবে ড্রাইভারের কাছেই ফ্লেক্সিলোড, itop-up, মোবাইল ফোন সার্ভিসিং.. রিকশায় বসেই সমাধান। online ভাড়ার কনসালট্যান্সির জন্য এসএমএস করুন ০১৯১১.... অথবা পিঠে টোকা দি তিনচাকা NEXT Generation হবে এরকম... -------------------------------------------------------------------------------- আজিমপুর বাসস্ট্যান্ডে দাড়িয়ে এক যাত্রী রিকসা করছেন ... (জিন্স প্যান্ট, হাতে ডিজুস ব্যান্ড, মাথায় ছেড়া ক্যাপ ... ... আরও হাজারখানেক ফিতাটিতা সমৃদ্ধ এক মধ্যবয়সী যুবক রিকসা নিয়ে দাড়িয়ে ... ...) :ঐ রিকসা যাবা? - হ্যা কোথায় যাবেন? : নিউমার্কেট, কত? -৫০ টাকা ... : (!!! !!! !!!) ঐ মিয়া, কত কইলা? ফাইজলামি করো? -ফাইজলামি মানে? SSC, HSC- দুইটায়ই golden A+ পাইছি। কোথায় Chance পাই নাই, তাই রিকসা লইছি।

অশিক্ষিত রিকসাওয়ালাদের ৫ টাকা দিতে পারলে আমার রিকসার ভাড়া ৫০ টাকা হতে সমস্যা কি? শিক্ষার কি মূল্য নাই? শিক্ষাকে মূল্য দিতে শিখেন ... ... বুঝলেন? :হ্যা বাবা, ১৯৮৫ সালে second division এ ইন্টারমিডিয়েট পাস করছি ... শিক্ষার মূল্য আজও দিতে শিখি নাই ... থাক বাবা, আমি বরং হেটেই নিউমার্কেট চলে যাচ্ছি ... ... জ রাজধানী বা যে কোন জেলা শহরে দেখা যায় অগণিত রিকশা। রিকশার পিছনে থাকে হরেক রকম বৈচিত্রময় চিত্র। রিকশার পিছনের চিত্র নিয়ে ইতিমধ্যে হয়েছে বেশ কিছু প্রদর্শনী। কিন্তু রিকশার পিছনে যদি এমন চিত্র থাকত তবে কেমন হতো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।