আমাদের কথা খুঁজে নিন

   

সিগারেটের ধোঁয়ার আইপি সহ ব্যান চাই

নিজের উপর বিরক্ত হই মাঝে মাঝে.....।

এই যে ভাই এখানে সিগারেট খাচ্ছেন কেন? আমার টাকায় আমি খাই আনহের কোন সমস্যা? নিজের টাকায় যখন খান, তখন ধোঁয়াটাও খান, সেটা আবার আমার জন্য ছেড়ে দেন কেন? আসলেই ধোঁয়াটাই যত সমস্যার মূল। কেনযে এটা বের হয়ে যায় পেটে ডুকেনা তাইলে তো কারও সমস্যা হতোনা। বরং যে টাকা খরচ করে সিগারেট খায় তারও সব টাকা উসুল হতো। গত রোজার সময় আমাদের এক স্যার ক্লাসে রোজার ফজিলত সম্পর্কে অনেক কিছু বলেছিলো।

সাথে বলেছিলো যারা ধূমপান করে তাদের জন্য রোজার মাস হলো সিগারেট ছেড়ে দেওয়ার উত্তম সময়। একদিন রোজার দুপুরে আমরা কয়েকজন মিলে স্যারের রুমের দরজার দাক্কা দিলাম একটা লেকচার বুঝার জন্য। এই সময় স্যার কে দেখি মুখে ধরে আছে আর আমাদের বলছে পরে আসো। ওমা স্যারের নাক দিয়া দেখি ধোঁয়া বের হয়। আগুন লাগছে নি ? বুঝতে পারলাম স্যার রোজা না রেখে সিগারেট খাচ্ছে।

আমরা স্যারের ঐ দিনের কথা মনে করে খুব হাসলাম। এইখানেও সিগারেটের ধোঁয়ায় আসল ঝামেলাটা করলো। আসুন আমরা সিগারেটের ধোঁয়ার আইপি সহ ব্যান চাই বি.দ্র.-ধূমপান স্বাস্থ্যর জন্য ক্ষতিকর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।