আমাদের কথা খুঁজে নিন

   

আমার চোখ বাঁধা , আমি ন্যায় বিচারক !!!!!

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

জেল হত্যা মামলার গতকালের রায়ে আদালত এক জায়গায় কারাগার সম্পর্কে বলেন, "ঘটনার সময়কার কারা রেজিস্ট্রার আদালেত উপস্থাপন করা হয়নি বলে কারাগারে সে সময় কে কে প্রবেশ করেছিলেন, তা চিহ্নিত হয়নি" হাসব না কাদব? যারা জেলখানার মত নিরাপদ স্থানে রাষ্ট্রিয় নির্দেশে হত্যা করতে গেলো,তারা রেজিষ্টারে নাম লিখে কেন প্রবেশ করলনা?!!আর তেমন রেজিষ্টার খাতা কেন দেখানো হলোনা আদালতকে?!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।