আমাদের কথা খুঁজে নিন

   

আছো ক্যামন ‘জরুরী সা’ব’? ক্যামন আছো এক/এগারো??

সুন্দর সমর

আছো ক্যামন ‘জরুরী সা’ব’? ক্যামন আছো এক/এগারো?? ত্যাজ কি আছে আগের মতো যখন তখন ধরো-মারো! সবই তোমার জমিদারি কিংবা কেনা চাকর-বাকর গরম কথার ফুলকি ঢালো দ্যাশ জনতা পোকা মাকড়! ‘সুশীল’ গোবর তাল দিয়েছে গুড় দিয়েছে তারাও শুনি ‘চালাও গদি চাবুক কষে’ তাদের কথা শুনছো গুণী! ‘২ বিয়োগের’ ত্বত্ত ঝাড়ো একে হটাও ওকে নাড়ো আন্দোলনের উড়ছে বারুদ, বাতাস যখন হঠাৎ গরম হঠাৎ দেখি ‘জরুরী সা’ব’ কইছে কথা সুরটা নরম। এক/এগারো ‘শইলডা’ ভাল? মনডা কি সত্যি খারাপ! নড়ছে গদি ডর ‘খাইছো’, শুনছি স্বপ্নে দ্যাখে রে সাপ! আছো ক্যামন ‘জরুরী সা’ব’? ক্যামন আছো এক/এগারো?? ত্যাজ কি আছে আগের মতো যখন তখন ধরো-মারো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।