আমাদের কথা খুঁজে নিন

   

হোমিওপ‌্যাথি: কিছু কথা

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

আমাদের মতো গরীব দেশে চিকিৎসা ব্যবস্থার টেকনোলজিক্যাল দিকের চেয়ে খরচের দিকটি সবার প্রথমে আসে। দেশের সরকারী এবং বেসরকারী মেডিকেল কলেজ থেকে পাশকৃত ডাক্তারদের শতকরা ৯৫ ভাগই শহরে বসবাস করেন বা করতে বাধ্য হন। ফলে দেশের বিরাট অংশ সুচিকিৎসা থেকে বঞ্চিত হয় প্রতিনিয়ত। এদেরকেই কোন রকমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে গ্রামের হাতুড়ে ডাক্তার কিংবা হোমিও-কবিরাজরা। চিকিৎসা ব্যবস্থায় হোমিও অনেক পরে এসেছে।

এর বয়স ২০০ বছরের কিছু বেশি। এই ব্যবস্থার উদ্ভাব স্যামুয়েল হ্যানিম্যান ১৭৭৯ সালে ডক্টর অব মেডিসিন (এমডি) ডিগ্রী অর্জন করেন এবং ম্যালেরিয়া রোগের জন্য সিনকোনা গাছের বাকল নিয়ে হবেষনা করতে গিয়ে দেখেন অসুষ্থ শরীরে এই গাছের বাকলের রস ম্যালেরিয়া রোগ ভাল করে কিন্তু সুস্থ শরীরে এই বাকলের রস ম্যালেরিয়া রোগের আবির্ভাব ঘটায়। পরবর্তীতে নানাবিধ পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হন যে- " সুষ্থ শরীরে একটি ওষুধ যে সকল রোগের আবির্ভাব ঘটায়, অসুষ্থ শরীরে সে ঔষুধ সে সকল রোগ দুর করে"। হোমিও চিকিৎসা মতে রোগের চিকিৎসা করা হয় না, করা হয় রোগীর চিকিৎসা। এর পক্ষে যুক্তি হলো।

একই জীবানু একজনের দেহে রোগের সৃষ্টি করছে অথচ পাশেরজন সে জীবানু নিয়ে দিব্বি সুষ্থ আছে। তাই তারা রোগের জীবানু অপেক্ষা রোগীর সামগ্রিক শরীরকে বেশি প্রাধান্য দেয়। উদাহরন দিতে হলে এভাবে বলা যেতে পারে - " সন্ত্রাসীদেরকে নির্মুল করতে হলে RAB দিয়ে ক্রস ফায়ার না করিয়ে তাদের সন্ত্রাসী হবার পিছনে কারন নির্মূল করতে হবে। " তাই রোগের জীবানু নির্মুল না করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হোমিওপ‌্যাথি। দেশে সরকারী পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত দেশের একমাত্র হোমিও ডিগ্রী কলেজটির অবষ্থা ভঙ্গুর।

বেসরকারীগুলোর অবস্থা আরো খারাপ। এমবিবিএস এর কোর্সকারিকুলামের পাশাপাশি হোমিও নিয়মের চিকিৎসা ব্যবস্থা শেখানো হয় এই সকল কোর্সে (ব্যাচেলর অফ হোমিও এন্ড সার্জারী - বি এইচ এম এসি)। সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসী বিভাগের অধীনে এদের কোর্স পরিচালিত হয়। পাচ বছর + ১ বছর ইন্টার্নশীপ। হোমিও ডিপ্লোমা কোর্সের অবস্থা আরো করুণ।

৪ বছর মেয়াদি এই কোর্সের প্রতিটি প্রতিষ্ঠানের অবস্থাই নড়বড়ে। এখানে ভর্তির প্রধান উদ্দেশ্য থাকে টেনেটুনে একটা সার্টিফিকেট জোগাড় করা। আর ভর্তি হলে সার্টিফিকেট জোগাড় মোটামুটি নিশ্চত । হোমিওপ‌্যাথির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে আজো প্রশ্ন তোলা হলেও হোমিও ঔষুধ না খাওয়া লোক খুজে পাওয়া মুস্কিল। স্বল্প খরচে চিকিৎসার জন্য হোমিওর তুলনা নেই।

তাই আমাদের মতো গরীবদেশের উচিত তাদের প্রতি মনোযোগ দেয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা করে মান সম্মত হোমিও ডাক্তার গড়ে তোলা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।