আমাদের কথা খুঁজে নিন

   

বিনিয়োগ-১



"প্রাইভেটাইজেশন" শীর্ষক পোস্টের ( Click This Link) পর থেকে..... গত পোস্টে দেখেছিলাম কিভাবে বেসরকারীকরণের নামে আমাদের শিল্পগুলো ধ্বংস করা হয়েছে, এখনো হচ্ছে। এটাকে "ধ্বংস" বলাটাই উত্তম, কেননা আজ পর্যন্ত ব্যক্তিমালিকানায় ছেড়ে দেয়া প্রতিষ্ঠানগুলোর ৬০% এর অধিকই অস্তিত্বহীন এবং বাকি ৪০% রুগ্ন ("বিদ্যমান ট্রেড ইউনিয়ন আন্দোলন"- জানে আলম, সহ সভাপতি- বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশন)! সুতরাং, বিরাষ্ট্রীয়করণের ফল তাই এখানে শুধু রাষ্ট্রীয় মালিকানার হস্তান্তরই নয়- একটি জ্বলজ্যান্ত প্রতিষ্ঠানের নাই হয়ে যাওয়া। গত পোস্টের শেষে প্রশ্ন রেখেছিলামঃ "তাহলে প্রশ্ন হলো- তালিকার শিল্পগুলো বাদে আমাদের আর কি অবশিষ্ট থাকে? আমাদের শিল্প গুলো ধংস করে, আমরা কি গড়ে তুলেছি? আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি তাহলে?" এসব প্রশ্নের জবাব খুজতে আবারো বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইটের (http://www.boi.gov.bd/) কাছে ধর্না দেই। তাদের শোনানো সাফল্য গাঁথা শুনি, তাদের দেখানো সম্ভাবনাময় খাতগুলো দেখি। ওয়েব পেজের শুরুতেই দেখা যায় ইউকে রিসার্চ ফার্ম কর্তৃক বাংলাদেশকে one of 'hottest' emerging markets হিসাবে চিহ্নিত করার খবর।

আমাদের দেশ- বাংলাদেশ one of 'hottest' emerging markets। Investor Chronicle নামের ইউকে বেসড এই রিসার্চ অরগানাইজেশনটির সার্টিফিকেট, সাথে ইউএসএ বেসড বিনিয়োগ ব্যাংক JP Morgan and Goldman Sachs এরও সার্টিফিকেট দেখে বাঙালি আনন্দে আত্মহারা হবে এটাই স্বাভাবিক। Investor Chronicleএর তালিকায় পাকিস্তান, ইউক্রেন, কাজাখাস্তান, মিশর, নাইজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশকেও হটেস্ট এমার্জিং মার্কেট হিসাবে "মর্যাদা" দেয়া হয়েছে। আর JP Mor gan তাদের 'Frontier Five' group এর মধ্যে নাইজেরিয়া, কাজাখাস্তান, কেনিয়া এবং ভিয়েতনামের পাশে বাংলাদেশকেও রেখেছে। এ গর্বের কথাতো বিনিয়োগ বোর্ড ফলাও করে প্রচার করবেই! কিন্তু তথাকথিত এই one of 'hottest' emerging markets এবং 'Frontier Five' group সদস্য আমাদের দেশটির প্রকৃত অবস্থাটি কেমন তা বুঝতে আমাদের কিছু তথ্য উপাত্তের দিকে দৃষ্টি দেয়া দরকার।

বিনিয়োগ বোর্ড কথিত সাফল্য গাঁথার দিকে তাকালে দেখি কাফকো, হোলসিম, বিওসি বাংলাদেশ, ব্রিটশ আমেরিকান টোবাক্যো বাংলাদেশ, গ্রামীণ ফোনের নাম। এছাড়াও শেল, ইউনোকল, মবিল, এইচএসবিসি, সিটিব্যাংক, স্যামসাং, তোশিবা, সিমেক্স, সিংটেল, ওরাসকম এসব মাল্টিন্যাশনালদের নামও বিভিন্ন সময়ে আসে। ...... (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।