আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ভাষা

কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ বাংলা ভাষা মায়ের ভাষা, তাই বাংলায় কথা বলি। মনের শত কথামালা সব, বাংলায় প্রকাশ করে চলি। বাংলায় লিখি গল্প-কবিতা, বাংলায় বাঁধি গানের সুর। হৃদয় ছুঁয়ে যায় কোটি প্রাণে, সুখ মেলে তবুও থাকলে বহুদূর। বাংলায় কেবলি খুঁজে পাই, মনে অনাবিল এক প্রশান্তি।

অন্য ভাষায় ভরে না হৃদয়, ব্যকুল হৃদয় খুঁজে বাংলায় তৃপ্তি। বাংলা আমার রক্তে মিশে, করেছে আমাকে ধন্য। সেই বাংলাকে বাঁচাতে ওরা, বিলিয়েছে জীবন ভাষার জন্য। ফেব্রুয়ারির একুশ তারিখে, প্রভাতফেরি চলে সারিসারি। খালি পায়ে ফুল হাতে ছুটে চলে, গায় ‘তোমাদের ভুলিতে না পারি’।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.