আমাদের কথা খুঁজে নিন

   

তাহারা যেন বাথরুমে না পড়ে

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

একজন ব্যক্তি বাথরুমে পড়ে গেলে তার জন্য আরেকজনের প্রাণ যাবে - এটা এই দেশেই সম্ভব। কথায় বলে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তারেক জিয়া ও খালেদা জিয়াকে মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে। বিএনপি নেতাকর্মীরা তাদের মুক্তির দাবিতে অনশন করছেন। এ সময় তারেক জিয়া বাথরুমে পড়ে যাওয়া দরকার ছিল। কিন্তু তারেক জিয়া বাথরুমে পড়ে যাবেন বলে কোন লোককে তার প্রাণ হারাতে হবে তা কি মেনে নিতে পারি আমরা ? এই লোকটি কি তারেক জিয়ার বাথরুমে পড়ে যাওয়ার দায়ী ? এই লোকটির পরিবার কি দায়ী ? কী হবে তাদের, যারা এই লোকটির আয়ের উপর নির্ভর ছিল ? তাদের ভার কি তারেক জিয়া ও তার চামচারা নেবেন ? আর সারা ঢাকাবাসী যানজট পোহাল, সেটা মাফ করে দেয়া যেতে পারে, কেননা আমরা যানজট পোহাতে পোহাতে হাড় মাংস বহু্ আগেই সহ্য করে ফেলেছে। আমাদের এই মহাচোর রাজনীতিবিদরা দেশকে তো কখনও কিছু দিতে পারেনি। তাদের বাথরুমে পড়া নিয়া দেশ অচল করে আমরা আর কী আশা করি ? তারা আমাদের আর কী দেবেন ? কী দেয়ার আছে তাদের ? বিশেষ দ্রষ্টব্য : আসুন দোয়া করি, তাহারা যেন আর বাথরুমে না পড়ে। কবে এই অজুহাতে আমাদের যে কারো প্রাণ চলে যেতে পারে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।