আমাদের কথা খুঁজে নিন

   

জনাব আকবর আলী খান, আপনি কেমন আছেন



জনাব আকবর আলী খান, আপনি কেমন আছেন? অনেক দিন আপনাকে দেখি না, আপনার কথা শুনি না। পাঁচ ছয় মাস আগেও আপনি নিয়মিত বিভিন্ন সভা-সেমিনারে যেতেন। সরকারের ভুলগুলো নিয়ে কথা বলতেন। আমরা আশাবাদি হতাম, অন্তত একজন আছে যিনি ভুলভ্রান্তি ধরিয়ে দিচ্ছেন। আপনি নানা চ্যানেলে আলোচনায়ও এসব নিয়ে আলোকপাত করতেন।

সাংবাদিকদের অনেকে আপনাকে বিরোধী দলীয় নেতা বলে ডাকতেও শুরু করেছিল। তবে অনেকেই আপনার বক্তব্য শুনতে পারতো না। তারা আপনাকে বাড়তি যন্ত্রনা মনে করতো। কারণ আপনি সঠিক ও সাহসী কথা বলতেন। ইদানিং আপনাকে কোথাও দেখছি না।

আপনি সভা-সেমিনারে যাচ্ছেন না ? আপনি চ্যানেলে আলোচনা, টক শোতে যাচ্ছেন না। কেউ কি আপনাকে হুমকি দিয়েছে? আমি জানি আপনি এসব হুমকিতে দমে যাওয়ার মানুষ নন। তবে কি আপনি অসুস্থ্য? তাই হলে, কামনা করি আপনি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন। আপনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় আপনি হবিগঞ্জের এসডিও ছিলেন।

সরকারি কর্মকর্তা হয়েও আপনি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। আপনি একজন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ। আমলা হিসেবে দেশ সেবা করেছেন ২০০৩ সাল পর্যন্ত। আপনার লেখা বই পরার্থপরতার অর্থনীতি দারুন একটি কাজ। স্যার আপনি এখন কেমন আছেন, জানতে চাইছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।