আমাদের কথা খুঁজে নিন

   

নোবেল বিজয়ী ড. ইউনুসের মুখে ফুল চন্দন পড়ুক।



অর্থনীতিবিদের মতে সমগ্রবিশ্বে অর্থনীতিতে একটি কঠিন সংকট চলছে । কেউ কেউ আবার এই সংকটকে অর্থনৈতিক প্রত্যার্বতন বলে আক্ষ্যয়িত করেন। সংকট বা প্রত্যার্বতন যেটাই হোক না কেন বর্তমান বিশ্ব পুঁজিবাজারে যে স্হবিরতা চলছে এরফলে সারা বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি আজ মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। এই সংকট থেকে উত্তরণের পথ বা উপায় বের করার জন্য সম্প্রতি জার্মানীর লিন্ডাউ নামক একটি ছোটশহরে বিশ্বের সেরা অর্থনীতিবিদের উপস্হিতিতে একটি সম্মেলন অনুষ্ঠিত হলো । ৬০টি দেশের প্রায় ৩০০জন প্রতিনিধি মধ্যে ১৪ জন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ এই সম্মেলনে অংশগ্রহন করেন ।

বিশ্বের বর্তমান অর্থনৈতিক সংকট সমন্ধে বিজ্ঞ অর্থনীতিবিদগণ যথেষ্ট ওয়কিবহাল আছেন। কিনতু সকল বিজ্ঞব্যাক্তিগণ সমূহ বিপদ ও হতাশার বানী ছাড়া এই দূর্যোগ মোকাবেলার জন্য কোন উপদেশ বা ব্যবস্হাপত্র সরবরাহ করতে পারেন নাই। অন্যদিকে আমাদের ড. প্রফেসর ইউনুস সাহেব এই সংকট থেকে উত্তরণ হবার আশাবাদ প্রকাশ করেছেন। ১৯৯৭ সালে নোবেল বিজয়ী মাইরোন সুলেজ বিশ্বপুজিবাজার সংকট কিভাবে বা কবে শেষ হবে এবিষয়ে কোন ধারনা দিতে পারেন নাই। তিনি এই সংকটকে বিশ্ব অর্থনীতির জন্য ব্যাথাদায়ক বলে মন্তব্য করেছেন।

১৯৯৭ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী রোবার্ট মেরটন গত বছরের চেয়ে এবছর বেশী হতাশাবাদী। অর্থনৈতিক দুর্যোগের কারণে বড় বড় কোম্পানীর লোকসানের দিকগুলো তিনি তুলে ধরেন। ২০০০ সালে নোবেল বিজয়ী ডানিয়েল ম্যাকফেডেন বলেন যুক্তরাষ্ট্রের আবাসন শিল্পে ধসের ফলে সৃষ্ট সংকট সারাবিশ্বে প্রভাব পড়েছে। এর থেকে উত্তরনের আশাব্যন্জ্ঞক ভবিষ্যত বানী প্রদান করতে তিনি ব্যর্থ হন। ২০০১ সালে নোবেল বিজয়ী যোসেফ উজেন ষ্টিগলিজ বলেন বিগত বছরগুলোতে পুজিবাজার সঠিকভাবে পর্যবেক্ষন ও নিয়ন্ত্রন না করার ফলে এই সংকট সৃষ্টি হয়েছে।

১৯৮৪ নোবেল বিজয়ী রোবার্ট সলোঊ বলেন বিশ্ব এখন প্রত্যার্বতনের মধ্যে দিয়ে অতিক্রম করছে কিনা এখনও আমরা জানিনা, তবে এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন আগামী বছরগুলোতে অথনীতি চাংগা হবার কোন লক্ষন তিনি দেখতে পাচ্ছেন না। অর্থনীতির এই ক্রান্তিকালে বড় বড় অর্থনীতিবিদের নিকট থেকে যখন হতাসা ব্যতিত কিছুই পাওয়া গেল না তখন জনাব ড. ইউনুস সাহেবের আশারবানী যেন সকল অন্ধকার দুর করে নতুন প্রভাত এনে দিল। জার্মানীর ওনলাইন পত্রিকা Die Welt এর সাথে আলাপ কালে তিনি বলেন অর্থনীতিতে এরকম দূর্যোগ আবার ফিরে আসুক এটি কেউ কামনা করে না । সে সাথে দৃঢ়তার সাথে আশাবাদ ব্যক্ত করে বলেন এই সংকট অবস্যই দুর হয়ে যাবে।

জনাব ড. ইউনুস সাহেবের মুখে ফুল চন্দনপড়ুক এবং তার ভবিষ্যতবানী বাস্তবে রূপলাভ করুক এ প্রত্যাশা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.