আমাদের কথা খুঁজে নিন

   

,আমার রাত পোহালে শারদে প্রভাতে.

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

রাতগুলো খুব দ্রুত শেস হয় ইদানিং, একটা ব্লগ লিখব, ব্লগ লিখব করতে কবদেই কোথায় যেন হারিয়ে যায় রাতের শুনশান নিস্কব্ধতা । রাতের আধাঁর ফুরে বেরিয়ে আসে আলো আর আমার ঘুমবার সময় হয়ে আসে , ব্লগ লেখা হয় না । আরো একটা কারণ অবশ্য ছিল, ইন্টারনেট এর সংযোগের ।

ইদানিং কম্পিউটারের বসতে বসতেই কখন যেন ঘড়ি চলে যায় ১ এর ঘরে । তার পর দু-চারটা মেইল চেক করে ব্লগে ঢুকে দু-একটা ব্লগ পড়তে পড়তেই রাতের নিরবতা ভেঙ্গে আযান ভেসে আসে । এই মুহুতৃটা বেশ, হঠাৎ নিস্তব্ধ রাতের মৌনতা ভেঙ্গে একে একে বেজে ওঠে আযান । মসজিদের শহর যে ঢাকা, রিকশার জ্যামে সারাদিন আটকে থেকে আমরাভুলেই গেছি, ঢাকাকে কেবল রিকশার শহর বলেই মনে হয় । কিন্তু রাতের এই সময়ের আযান আবার সেই কথাই মনে করিয়ে দেয় ।

চারদিকে সমস্বরে যখন আযান শুরু হলেই বোঝা যায় কত মসজিদ আছে ঢাকায় । পুরো সুবেহ সাদিক ধরেই একের পর এক আযান চলে আর আমি তৈরী হই ঘুমাতে যাবো বলে । আমার আর ব্লগ লেখা হয় ... কি লেখব ভেবে ভেবেই চলে গেল একয়েকটা দিন । আমি ঘুমতে যাই, পর্দা টেনে দিয়ে যখন বিছানায় শুয়ে চোখ বুঝি ঠিক তখনি কে যেন গেয়ে ওঠে ,,,,,,,,,,আমার রাত পোহালে শারদে প্রভাতে.....কিন্তু আমার রাত আর পোহায় না , আমার চলে যাই ঘুমের রাজ্যে । যেন মনে মনে বলে যাই, তোমার হলো শুরু আর আমার হলো সারা....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।