আমাদের কথা খুঁজে নিন

   

আগ বাড়ানো কথা

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

পরীক্ষার হলে আমি কারো খাতা দেখতে পছন্দ করি না। গত ৭ টার্মে আমি কারো খাতা না দেখে পরীক্ষা দিয়েছি এবং বোকামি করেছি। একবার এক ম্যাম তো আমাকে বলেই ফেললেন, ক্যানো কারোটা দেখি না!! তবে এইটার্মে আমিও সিন্ডিকেট গঠন করে ক্লাসটেস্ট দিয়েছি। যদিও গত ৪ বছরের পুরাতন সিন্ডিকেটের কাছে আমাদের নতুন সিন্ডিকেট তেমন কিছুই না। কত মানুষের কত সিক্রেট থাকে আমার কোনদিন কোন সিক্রেট হল না।

যা করি তা ই বলে দিই সবাইকে। না বলে থাকতে পারি না, তবে কারো কাছে প্রতিজ্ঞা করলে ভাঙ্গি না। ল্যান্ডফোনে কথা বলতে অনেক ভালবাসি কিন্তু আজকাল অধিকাংশ সময়ই ল্যান্ডফোনের কাশি থাকে তাই এখন মোবাইলেই কথা বলি যদিও খুব বেশি ভালবাসি না। কেউ প্রেমে ছ্যাকা খেলে তার জন্য আমার খারাপ লাগে। তবে কেউ যদি তার বেকুবির জন্য প্রেমে ছ্যাকা খায় তাহলে তাদের জন্য আমার কোন কিছুই লাগে না।

আমার অনুমান অনেক ক্ষেত্রে বেশ ঠিক হয়। এজন্য অবশ্য আমার কিছু ক্লাসমেট দাবী করতো আমার হাতে নাকি কি একটা রেখা আছে ওইটা থাকে যাদের তারা পারে। প্রিয় খাবারের কথা বলতে গেলে আমি এটাই বলবো নিজের হাতের রান্না যে কোন খাবার আজকে পরীক্ষা শেষ হয়েছে। মাথাটার মধ্যে কেমন জানি করছে!! একবার আনন্দ লাগে আরেকবার কেমন জানো স্ক্রটা খুজে পাচ্ছি না


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।