আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের আর ঠেকায় কে? আমরা দুই ভাই এখন সা.ইনের ব্লগার..

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

বাংলা টাইপিং শিখেছি অষ্টম শ্রেণীতে থাকতে তার পর উড়ে এসে বসলাম অন্য এক জগতে যেখানে বাংলায় কথা বলার কেউ নেই। শুধু বাসায় বাংলায় কথা বলি আর কলেজে বাংলাদেশী কেউ না থাকেতে বাংলা বলা অনেক কম হতো । এখন সা.ইনে আসার পর বাংলা লেখাটা একটু চালু করে নিয়েছি ইতালিতে আসার পর অনেক দিন বাংলা লেখা হয় নাই। সেদির আমার দেখা দেখি আমার ছোট দুই ভাই বাংলা টাইপিং শিখতে চাইলো পরে ওদের বাংলা টাইপিং শিখালাম। সা.ইনে আমাকে ব্লগিং করতে দেখে ওদের একজন ব্লগিং করার ইচ্ছা পোষন করলে সেদিন রেজিস্ট্রশন করালাম আর কাল মামুন একসেস পেয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন। মামুনের ব্লগ দেখুন http://www.somewhereinblog.net/blog/mamun_93

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।