আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের প্লাস-মাইনাস সংস্কৃতি ও আপনি (আজাইরা পোস্ট)

mahmud_shawonbg@yahoo.com

বেশ কয়েক মাস ধরে দেশের আকাশে-বাতাসে মাইনাস টু ফর্মুলা, প্লাস ওয়ান ফর্মুলা বা প্লাস টু ফর্মুলা জাতীয় কথাবার্তা বেশি বেশি শোনা গেছে। এখন সব ফর্মুলা বাদ দিয়ে দেশ ও জনতার সামনে কোন্ 'মূলা' অপেক্ষা করছে তা দেখার বিষয়। সে প্রসঙ্গ আজ থাক। সামহোয়্যার ব্লগেও চালু আছে প্লাস ও মাইনাস সংস্কৃতি। বরং ব্লগের প্লাস ও মাইনাস সংস্কৃতি নিয়ে পাঠকদের চিন্তা-ভাবনা কী এবং কে কোন্ পরিস্থিতিতে প্লাস বা মাইনাস দেন- তা জানার বড্ড খায়েশ থেকে এই পোস্টের অবতারণা।

যেমন: ব্লগার চিকনমিয়া যদি কারো ব্লগে প্রবেশ করে তবে তার কপালে অন্তত একটা মাইনাস (-) অনিবার্য! আমার ধারণা চিকনমিয়া অনেকেরই খুব প্রিয় একজন ব্লগার। আমারও। এই অধমের খুব খায়েশ- চিকনমিয়ার মাইনাস রহস্য জানার। নিশ্চয় অন্যান্য পাঠকদেরও এরকম আগ্রহ আছে। যাহোক, নিজেরটা দিয়েই শুরু করি।

আমি যখন কারো লেখা পড়ি, যদি ভালো লাগে; তবে তাকে প্লাস দেই। ইচ্ছে হলে মন্তব্য করি। ভালো না লাগলে চুপচাপ সরে আসি। সাধারণত কাউকে মাইনাস দেই না। তবে কখনও কখনও মৌলবাদী গোষ্ঠীর কোনও কোনও পোস্টে দেশ, জাতি ও জাতীয় নেতাদের প্রতি কটাক্ষ থাকলে কিংবা না.ঈ.খান ও ম.র চৌধুরীদের মতো নির্লজ্জ দালালদের স্বপক্ষে কোনও লেখা পড়ে যদি মনে হয় লেখক তার বক্তব্য পাঠকদের উপর চাপানোর চেষ্টা করছে, সেক্ষেত্রে মাইনাস না দেয়াটা অপরাধ বলে মনে করি এবং মাইনাস দেই।

এই হলো আমার ব্যক্তিগত প্লাস-মাইনাস থেরাপি। প্রিয় ব্লগার ভাই-বোনেরা, আপনাদের থেরাপিটাও জানার আগ্রহ রইলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.