আমাদের কথা খুঁজে নিন

   

মুড়ে থাকা সুখের অস্তিত্বে..

........তো আমিও মানুষ

নেই স্বপ্ন , নেই আকাঙ্ক্ষা, জীবনটা শুধুই যেন.. ভিড়ের প্রবাহে এগিয়ে চলা । নেই প্রতীক্ষা,নেই অপেক্ষা, যেন গতিশীল এক স্থবিরতা। শুধুই ভেসে চলা... মৃত্যুর সোদা গন্ধে.. লাগেনা ভয়,নেই বিতৃষ্ণা। কষ্টের মোহ আজ.. জাগায় বিষাক্ত আঁধারে মুক্তির আহ্বান। আকাশে চেয়ে আজ.. পাইনা মুক্তির স্বাদ।

যেন নিজের শূণ্যতা.. অস্তিত্বহীন জীবনের আকার। মিথ্যা বেদনার কষ্টে, সুখের ব্যখ্যা লাগে ধাঁধা। ভালবাসার বৃথা আশা... আজ পাবার শুধুই অনীহা। ছিল ভেজা চোখে অশ্রুর তপ্ততা, আছে লোনা কষ্টের জমাট তিক্ততা, নিঃসঙ্গতার নিরব স্পন্দন, ক্ষরা চোখে শুধুই শূণ্যতা, নেই কোন আকুতি... শুধুই চেয়ে থাকা... সুখের ছেঁড়া চাদরে.. আজ শুধুই বিতৃষ্ণ কষ্টের আরমোড়া। স্মৃতির ভীড়ে একলা আমি, মুড়ে থাকা সুখের অস্তিত্বে.. কষ্ট বড্ড বিভৎস নগ্ন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।