আমাদের কথা খুঁজে নিন

   

টুকরা টুকরা স্মৃতিকথা: শাবানা



অনেকদিন আগে বিটিভিতে (সেইসময় বিটিভি ছাড়া কিছু ছিল না) কোন এক ঈদে মনে হয় একটা বাংলা ছবি দেখাইতেছিল দুপুরে। সেই ছবির নাম ধাম আগে পরের কোন কাহিনিই মনে নাই। খালি মনে আছে নিচের সিনের কথা। শট: ১ আনোয়ার হোসেন (বয়স্ক মেকাপে ক্লান্ত তৃষান্ত্র পরিব্রাজক) কোন এক দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দিলে ঘোমটা মাথায় শাবান।

আনোয়ার হোসেন: মা, আমি খুব ক্লান্ত পথিক। আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে? শাবান: আপনি ঘরে এসে বসুন বাবা আমি নিয়ে আসছি (বাবা ডাক শুনে আনোয়ার হোসেনের চোখ ছলছল) শট: ২ গ্লাসে পানি নিয়ে শাবানা বাড়ীর উঠানে দুরবা ঘাস ছিরে পানির উপরে কয়েকটা ঘাস দিয়ে নিয়ে গেল আনোয়ার হোসেনের কাছে শট: ৩ আনোয়ার হোসেন ঢকঢক করে পানি খেতে যাবে কিন্টু গ্লাসে ঘাস দেখে আর সেটা হয়ে উঠে না, আস্তে আস্তে ঘাস ফেলে দিয়ে পানি পান করতে হয়। আনোয়ার হোসেন: আহ মা!! বড্ড শান্তি পেলাম। আল্লাহ তোমার মঙ্গল করুন শাবান: (ডায়ালগ মনে নাই) আনোয়ার হোসেন: হ্যা মা, কিন্তু পানির গ্লাসে মনে হয় দুরবা ঘাস ছিল শাবানা: আপনি খুবই তৃষ্নার্ত ছিলেন, তাই ঢকঢক করে পানি খেতে গেলে বিষম খেতেন তাই আমি ইচ্ছা করে পানিতে ঘাস দিয়েছিলাম আনোয়ার হোসেন: (সেই বিখ্যাত কান্না) বেচে থাক মা বেচে থাক, তোমার মত আমারও একটা মেয়ে ছিল................ কেন কি কারণে আমার মেমেরিতে এইটা গেথে আছে জানি না। তবে অনেকদিন পর্যন্ত আমার ধারণা ছিল যে সুগৃহিনী মানেই হল তাই যেকিনা শাবানর মত হবে।

কারও যদি জানা থেকে এই সিনেমাটার নাম তাহলে জানানোর অনুরোধ রইল। শাবানার একটা ভিডিও শেয়ার করলাম Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.