তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।
কিছু দিন আগে পুরান ঢাকায় জুতার কারাখানায় আগুনের সূত্রপাত থেকে একই পরিবারের ৭ জন মারা গেলেন । তার কিছুদিন আগে ঐ পরিবারের ই সদস্যদের আরও একজন মারাগেছেন । বর্তমানে কুল কিনারা হারিয়ে একজন জীবিত আছেন ঐ পরিবারের ।
গত পরশু দিন খিলগাওঁ এর এক গার্মেন্টস কর্মী ছুরিকাঘাতে মারা গেলেন ।
একই দিনে শ্যামপুরে এক স্কুল বালকের গলিত লাশ উদ্ধার হল । এদের প্রত্যেকের গ্রামের বাড়ি শরিয়তপুর ।
বাংলাদেশের প্রতিটা মানুষের বিপদেই বুকটা কেদেঁ উঠে । কিন্তু যখন শরিয়তপুরের মানুষদের কিছু বিপদের কথা শুনি মনে হয় আমি হয়তো পঙ্গু হয়ে গেলাম । কোথাথেকে এক টান অনুভব করি ।
যে টানে হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় । আবার কারও সফলতায় নিজেকে সফল মনে হয় । বাংলাদেশের সবার জন্য হয় কিন্তু শরিয়তপুরের মানুষদের জন্য একটু বেশী হয় । (কিশোরগঞ্জ এর জন্যেও হয় কারন এটা আমার জন্মস্থান, ময়মনসিংহের জন্য হয় কারন আমার কৈশোর বেলা পুরোটাই ওখানে কাটিয়েছি । )
আমি কত নাম্বারে আছি আল্রাহই জানেন ।
আল্লাহ যদি সবাইকে এভাবেই নিবেন তবে মায়া মমতা কেন দিলেন । কেন কোন সংবাদ শুনে সবকিছু থমকে দাড়ায় ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।