আমাদের কথা খুঁজে নিন

   

পর্যায় সারণীতে গ্রুপ কি ৮টা? নাকি ৯টা? (আজকেই সমাধান লাগবে। আজকে রসায়ন পরীক্ষা!)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

গতকালকে রয়েল গাইডের নৈব্যত্তিকগুলো নিজে নিজে প্রাকটিস করছিলাম।

হঠাৎ একটা প্রশ্ন দেখলাম। প্রশ্নঃ আধুনিক পর্যায় সারণীতে কতটি গ্রুপ আছে? ক) ১৮টি খ) ৯টি গ) ৭টি ঘ) ১৭টি উত্তরঃ ৯টি রয়েল গাইডের উত্তর পেলাম ৯টি। রাত্রেই আমার টিচারকে ব্যপারটা বললাম। সে বললো ৯টাই মনে হয়। আমি বাসায় গিয়ে বইগুলো দেখে বলবো কয়টা।

একটু আগে ফোন করে বললো গ্রুপ ৯টা। এইবার আসি বইয়ের কথায়। পাঠ্যবইয়ে মোট গ্রুপের সংখ্যা লেখা ৮টি। আমার কাছে একটা আধুনিক পর্যায় সারণী আছে। ইন্টারনেট থেকে নেয়া।

সেটাতেও মোট গ্রুপের সংখ্যা ৮টি বলেই মনে হলো। নিচে সেই পর্যায় সারণিটির ছবি ও লিংক দিলাম। লিংক এখন প্রশ্ন হলো আসলে পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.