আমাদের কথা খুঁজে নিন

   

রমজানের সংযম ও আমরা

Woods are lovely dark and deep And I have a promise to keep

রমজান আসছে আর মাএ কয়েকদিন পরেই। রমজান বা রোজা মানেই সংযম বা সংযত হওয়া বা তার শিক্ষা নেওয়া।কিন্তু আমাদের দেশে এই রমজান মাসে আমরা কতটুকু সংযত থাকি বা সংযম দেখাই তা কি কেউ ভেবে দেখেছেন? রমজান আসলেই আমাদের দেশে দ্রব্য মূল্য বেড়ে যায়।যার কারন এ দেশের অতি মূনাফা লোভী ব্যবসায়ীবৃন্দ।সংযম শিক্ষার রমজান মাসে তাদের এই অসংযত আচরনের ব্যাখা কি হতে পারে? রমজান মাসে আরেকটি বিষয় চোখে পড়বে সবার সেটি হলো ঈদের কেনাকাটা।পনেরো রোজার পর থেকেই যে মার্কেটিংয়ের ধূম পড়ে দেশের বিপনী বিতান গুলিতে তার মধ্যে রমজানের সংযম শিক্ষার বিষয়টি কোথায়? এবার আসা যাক ঈদের বাড়ী ফেরার প্রসঙ্গে,এই সময় বাস ভাড়া হয় দ্বিগুন বা কোন কোন ক্ষেেএ মূল ভাড়ার তিন গুন।এখানেও অনুপুস্হিত রমজানের শিক্ষা। রমজান মাসে ধর্মীয় মূল্যবোধের চেয়েও বেশী কাজ করে এদেশে ভোগবাদীতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।