আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদ ,সে ও নীলপরী



১১১) চাঁদ ,সে ও নীলপরী অনেকক্ষন হয়ে গেলো অন্ধকারের কাছে চুপ বসে থাকে নীরবতা। চাঁদের প্রতীক্ষায় ছিলো সে। অথচ কোথায় সে চাঁদ? মেঘ এসে আড়াল করে রাখে চাঁদটাকে সুন্দর তাকে দেখবে বলে নীল রং পরী সেজে বসেছিলো সে। চাঁদ এলো না বলে সে এলো না। এবং সে এলো না বলে নীলপরীর দু'চোখ ভরা নদী।

নদীর পানির ঝিম আলোতে নৌকাগুলোর ছায়া। নীলপরীর দু'চোখ ছাপানো জলে নদীর এক হাঁটু জল বাড়ে। আর চাঁদে পাওয়া সেই জন তখন অরণ্যের গভীর থেকে গভীরে পথ হারা পথিকের মত পথ খুঁজে ফেরে। চাঁদ এর গোপন দুঃখের সাথে ওর ভীষণ মিল। নীলপরীর কামনায় চাঁদ জেগে থাকে।

চাঁদের বাসনায় নীল আকাশ থাকে। আর চাঁদে পাওয়া সেই মানুষটির প্রাপ্তিতে শুধু অন্ধকার থাকে। যা কেবলি গভীর থেকে গভীর হতে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.