আমাদের কথা খুঁজে নিন

   

একি দেখিলাম!!!



আমি থাকি চট্টগ্রাম নামের ছোট্ট এবং সুন্দর একটি শহরে। গতকাল সেই ছোট্ট আর সুন্দর শহরে এসেছিলেন অনেককককক বড্ড পদের অধিকারী চীফ অ্যাডভাইসার ড. ফখরুদ্দিন আহমেদ। তিনি এসেছিলেন অনেককক বড্ড গাড়িবহর নিয়ে! ভার্সিটি থেকে ফিরছিলাম শ্রান্ত ক্লান্ত হয়ে! হঠাৎ পুলিশ দিল আটকে! কি ব্যাপার !!!!!!!! চিরচেনা জি.ই.সি মোড়ে এর আগে এরকম তো আগে কখনো হয়নি! চারিদিকে ফিসফাস! এই এসে গেল বলে!!!!!!! ২০ মিনিট পরে অবশেষে তিনি আসলেন!!!!!!! ৫ মিনিটেই চলেও গেলেন! কিন্তু একি দেখিলাম!!! জি.ই.সি মোড়ের যে জায়গায় আমাদের মহা সম্মানিত ট্রাফিক পুলিশগুলো ঘোড়ার মত দাড়িয়ে দাড়িয়ে ঘুমাতো আজ তারা যেন তাদের ভুলে যাওয়া দায়িত্ব তাদের স্মৃতিতে এসে উঁকি দিচ্ছে!আজ তারা খুবই তৎপর!!!রাস্তাটি তাই এক্কেবারে ক্লিয়ার!!! রাস্তার ওপর যে ডাস্টবিনটি ছিল ওটাও কোথায় ডুব মেরেছে!!! হায় হায়!!! ফকিরগুলো কই গেল??সকালেও তো ছিল!!অ্যাডভাইসার আসছেন বলে তারা কি আজ তাদের অর্ধকর্মদিবস ছুটি হয়ে গেল? হায় হায় !!! এত সুখ রাখি কোথায়??? এযে আমার 'আজি হতে শতবর্ষ' পরে পাওয়া বাংলাদেশ আজকেই এসে ধরা দিল!!! মাননীয় চীফ অ্যাডভাইসার আপনি প্রতিদিন আসেন না ?? আপনি আসলে আর জ্যামে পড়ে প্রসূতিকে আর ছটফট করতে হত না!! ডাস্টবিনের গন্ধ ঢাকতে নাকের উপর এসে রুমালটাকে আর ছটফট করতে হতনা!!! মনের মত করে তৈরী করে দিন না আমাদের এই শহরটাকে !! আপনিই তো পারবেন!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।