আমাদের কথা খুঁজে নিন

   

"তাই, গাহি তারুনয়ের জয়গান" ।

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই । তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই । মুষ্টিবদ্ধ হাতে দৃঢ়প্রতিজ্ঞ চিত্তে শোনায় তারা এগিয়ে যাওয়ার আহবান । নির্ভীক চোখে সত্যের সম্মুখে ছড়িয়ে দেয় তারুন্যের জয়গান । ।

করতলে ধরনী পদদলিত অন্যায় উপেক্ষিত যত অত্যাচারীর হুংকার । ঝংকার তোলে তারুন্যে শিরায়-উপশিরায় লক্ষ্যে একটাই মিথ্যার সৎকার । বিপ্লবে পরিবর্তনে মিছিলে আন্দোলনে দেখেছি দেহে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা । তারুন্যের ভাষা বুঝিয়ে দেয় মনে অত্যাচারীর প্রতি তার অবজ্ঞা । সে বাতাসের বেগে ছুটে চলে তাকে থামায় সাধ্য কার ।

তারুন্যের রথে চড়ে ভেঙ্গে ফেলে সম্মুখের যত বাঁধার পাহাড় । সদা ভীত-সন্ত্রস্ত-তটস্ত তারা দুনিয়ার যত অহংকারী শোষক লক্ষীছাড়া । । লৌহখচিত ঐ বদ্ধ শৃংখল গুড়িয়ে এগিয়ে যাওয়ার বাসনা । টগবগে রক্ত করে জ্বলজ্বল গড়তে নব সমাজ সূচনা ।

উদ্ধত উলংগ নির্দয় সে করতে অন্যায়ের অবসান । দমিয়ে তাকে রাখা যায় না বশে তাই, গাহি তারুন্যের জয়গান । । বিপদ তাহার নিত্যসঙ্গী ভৃত্যের মত খুঁজে ফেরে । সব মাড়িয়ে যায় এগিয়ে লক্ষ্যে যেথায় -সুদূরে ।

বঞ্চিত ক্ষুধিত দূর্গতের পাশে দাঁড়িয়ে যায় আশার আলো হয়ে । শোষিতরা বল পায় তাহার পর্শে বরণ করে বুকভরা ভালবাসা দিয়ে । দূর্বলের আশা ভাষা ভরসা আমাদের এই তরুন প্রান । বাহুবল তার দূর করে হতাশা তাই, গাহি তারুন্যের জয়গান । ।

অপরিসীম তার সাহস যোগায় অফুরন্ত প্রেরনা । সাধনা তার নিরলস ক্লান্তিহীন উৎসাহ উদ্দীপনা । রক্ত তাহার ফুটন্ত কনা জলসে দেয় পতন স্থান । সেই রক্ত প্রবাহের ভিত-এ গড়ে উঠে নতুন স্বপ্ন সন্ধান । শতবর্ষী কুসংস্কার ভেঙ্গে পরিস্কার সংস্কার নির্মানের স্বপ্ন ।

মরচে পড়া রঙ্গে তারুন্যের ঢঙ্গে বাঁধা বিঘ্ন ছিন্ন ভিন্ন করতে মগ্ন । নিংড়ে দিয়ে ভেতরের সবটুকু গড়ে নব সমাজ বিনির্মান । উন্নত শিরে সাচ্চা দিলে ছড়ায় তারুন্যের জয়গান । । তার ফুৎকার মৃত্তিকায় তোলে সংগ্রাম বিপ্লবের তুফান ঝড় ।

তার গর্জনে গগন দুলে করে অত্যাচারী অহংকারীর বুক ধড়পড় । নিত্য মৃত্যুকে আলিঙ্গনে সদা সর্বদা প্রস্তুত । লড়াই করেই জীবন দেবে এ মন্ত্রে অটুট । বিলীন হতে দেবে না কভু সাধের সত্যের স্বপ্নসৌধ । আনমনে ভেবে যায় প্রতিক্ষনে তবু আনবেই আনবে শান্তির কপোত ।

বিলিয়ে তারুন্যে এগিয়ে যাবে সত্য সুন্দরের পথ ধরে । বিচ্যুতি হবে না লক্ষ্যে থেকে বাঁধা সে এই অঙ্গীকারে । যায় যাক আপন প্রান তবু কভু করে না তারুন্যের অপমান । সেই সত্যের বীরদের জন্য বরাদ্দ আমার যত গান । তাই, গাহি তারুন্যের জয়গান ।

। _____________________############____________ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।