আমাদের কথা খুঁজে নিন

   

হ্যা, পাম দেওয়া আবশ্যক, ৬ লিটার পামের দাম ১০ টাকা

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " ছোট্ট রাতুলে(কেজিতে পড়ে) র হাতে 10 টাকার নোট দেখে আমি জিঞ্জেস করলাম- " মামা, এই দশ টাকা দিয়া তুমি কি করবা? " সে কইল, ' আমি এই টাকা দিয়ে ফুটবলে পাম দিব। ' তারপর আরেক হাতের ফুটবলটা আমার হাতে দিল। আমি ফুটবলটা কিছুক্ষণ মোলামুলি কইরা বুঝলাম যে, হ্যা পাম দেওয়া আবশ্যক। আমি কইলাম - ' মামা, আমার প্রাগৈতিহাসিক যুগের সাইকেলের দুই চাকায় পাম দিতেও তো মাত্র এক+এক= দুই টাকা লাগে, তা তোমার ফুটবলে ক্যান 10 টাকাই লাগবে? ' - " আমার ফুটবল তো মামা 6 লিটার তাই দশটাকা লাগবে " ফুটবলে পাম্পিং সম্পর্কিত ঞ্জান আমার নিতান্তই কম আর এই লিটারের হিসাবেও ঠিক ততটা পাকা নই ; তাই কইলাম - ' আইচ্ছা, মামা তাইলে তুমি 6 লিটার পাম দশ টাকায় ই দিয়ো ' আর মনে মনে কইলাম, দ্রব্যমূল্যের কি উর্ধগতি রে বাবা, বাতাসের দামও বাইড়া গেছে! 6 লিটার বাতাসের দাম 10 টাকা কিছুই আর কিনোনের মতোন নাই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।