আমাদের কথা খুঁজে নিন

   

আয় ক্ষুদিরাম আয়

পাখি এক্সপ্রেস

(এই দিনেই আমরা ক্ষুদিরামকে হারিয়েছিলাম) জন্মপূর্ব সময় থেকে আমাদেরই শহর গ্রামে পথে পথে মাইলফলক স্পর্শের দৌড় থামেনি জেগে থাকা ভুলে, বিষম রেগে বেশুমার দৌড়াচ্ছি দায়মুক্তির দহনে অন্তর্বাসও ঝেড়ে ফেলে- কেবলই মুক্ত হচ্ছি! আমি নির্লজ্জ এক... আমার কোন লজ্জা নেই! কাল কেউটের দংশনে বিষ সঞ্চয় সুবোধ খেয়ালে লিঙ্গ ছুইয়ে পড়া বিষাক্ত জল বিয়োগে ধুয়ে দিই কসাইখানা, দর্জিঘর, আর টাকার মেশিনগুলো তখনও কোথাও কোথাও সুগন্ধি মাখানো বীর্যে নিষিক্ত হচ্ছে রক্তপায়ী শ্বাপদের ভ্রুণ বিষ যন্ত্রনায় কেবলই ন্যাংটা হই আমি নির্লজ্জ এক মারখাদক আমার কোন লজ্জা নেই! দু’চোখেই আঁধার, সামনে মহামানব মূর্তি খুশবু’র দাপটে বমি করি শালদুধ ন্যাংটা হয়েই খুজি মাতৃস্তন ঈশ্বরের সাথে মহামানবদের যোগাযোগ ঈশ্বর কৃপায় আবারও ন্যাংটা হই আমি নির্লজ্জ এক... আমার কোন লজ্জ নেই! তুমি মহামানব হলে না হলে স্রেফ দ্রোহী বালক সেই দ্রোহেই ছুটে আসো জল্লাদ হয়ে আমাদের ন্যাংটা করো আর নিজের হাতেই ফাঁসি দাও। আমি একবার লজ্জা পেতে চাই লজ্জায় মরে যেতে চাই! ১১.০৮.০৮ রাত ৮.১০ মি.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।