আমাদের কথা খুঁজে নিন

   

এই মন নাহি রয়।

http://www.paybox.me/r/rihan

হে পথিক, কোথা যাও তুমি, কোন পথে, একটু দাঁড়াও, আমারেও নিয়া চলো তোমারই সাথে, আর ভালো লাগে না এই হাসি, জল, মায়া, দূষিত আলো , ইট পাথরের ছায়া, আর ভালো লাগে না এই উৎব্যস্ত প্রান্তর, আহত প্রাণের বেদনার আওয়াজ যেখানে বাজে নিরন্তর, যেখানে প্রতিনিয়তই শোনা যায় সত্যের মুখোশধারী মিথ্যার পায়তারা, বড় সহজেই আড়াল হয়ে যায় যেখানে জীবনের জয়ধারা, আমার মিনতি তাই, আমারেও তুমি নিয়া চল এইখান হতে, চলো মোরা চলে যাই সে পথ ধরে, যে পথ রাজকীয় পিচঢালা নয়,যে পথ শিশির মোড়ানো, খালি পায়ে চলে যাওয়া যায় যে পথে-- আমারেও নিয়া চলো তুমি সে পথ ধরে, হায়, কতকাল হেঁটে যাওয়া হয়নি শিশিরে ধুয়ে ধুয়ে যাওয়া এমন ভেজা ভেজা পথ ধরে। হে পথিক , আমারে তুমি নিয়া চলো সেই প্রান্তরে, যেখানে দোল খেয়ে খেলা করে স্নিগ্ধ সবুজ ঘাস, যেখানে পায়ের তলায় থাকে কেবলই মাটি আর মাথার উপরে আকাশ, যেখানে শত ঘাটে থেমে থেমে ক্লান্ত অবিশুদ্ধ হয়ে যায়না মুক্ত বাতাস, প্রতি প্রভাতেই সূর্যের আলো হাসে যেখানে সত্যের আভাসে, আমারেও তুমি নিয়া চলো সেই প্রান্তরে, হায়, মোর মন নাহি রয় আর এই প্রাণহীন প্রাণ্তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।