আমাদের কথা খুঁজে নিন

   

এ টি এম মেশিনে নকল টাকা -- কেমতে কি

আমার লেখায় আমি

গত বৃহস্পতিবার রাইতে আমগো বাসার কাসে যেই এ টি এম মেশিনটা আসে ওইখানে গেলাম টাকা তুলতে । টাকা তুলতে কোনো প্রবলেম হয়নাই কিন্তু ক্যাচালটা লাগলো ওই টাকা দিয়া যখন আম্মার জন্য ফ্লেক্সিলোড করতে গেলাম । দোকানদার পাঁচশ টাকার নোটটা উলটায় পালটায় দেইখা কইলো, এইডাতে ঝামেলা আসে, পালডায় দেন। আমার তো ভিমড়ি খাওনের দশা । অবস্থা দেইখা মনে হয় দোকানদারের দয়া হইলো । সে আমার নোটটা সামনে তুইলা ধইরা আরেকটা নোটের সাথে মিলায় দেখায় দিল যে আমারটা আসলই নকল নোট । ভাগ্গিস আরেকটা নোট ছিল মানিব্যাগের চিপায়, তাই এই যাত্রা ঝামেলা থেইকা বাচলাম । কিন্তু এইরম হইলে করনীয় কি ? ব্যাংক তো জীবনেও স্বীকার করবো না যে ওগো টাকা নকল । সবগুলা এ টি এম এর টাকায় যদি ব্যাংকের সীল দেওয়ার ব্যবস্থা করা যাইতো, তাইলে মনে হয় এই জিনিষটা কমানো যাইতো ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।