আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় গর্ত ও ভবিষ্যতদের কাছে আশা ......

আমার প্রায় ৪ বছর ১১ মাস বয়সী ছোট পুত্র আর সব বাচ্চাদের মত অনেক মজার মজার কথা বলে ও কাজ করে। কিছুদিন হল সে গৃহ শিক্ষকের কাছে শিখেছেঃ জাতীয় মাছ – ইলিশ। জাতীয় ফল – কাঁঠাল। জাতীয় পাখি – দোয়েল। জাতীয় প্রাণী – রয়েল বেঙ্গল টাইগার।

জাতীয় গাছ – আম। কদিন আগে এক দুপুরে সবার অজান্তে পুত্র আমার বাড়ীর আঙ্গিনায় নেমে গিয়ে খড়িঘর থেকে কোদাল বের করে - প্রায় ১০ ইঞ্চি বাই ১০ ইঞ্চি ও ১০ ইঞ্চি গভীর একটা গর্ত করেছে বেশ নিখুঁত ভাবে। এরপর দুই হাত উপরে তুলে লাফাতে লাফাতে আনন্দের সাথে চিৎকার করে বলছেঃ “জাতীয় গর্ত, জাতীয় গর্ত। ” তাড়াতাড়ি নীচে নেমে ওকে বললামঃ “বাবা, জাতীয় গর্ত, জাতীয় গর্ত না বলে তুমি জাতীয় আবুল, জাতীয় আবুল - বলতেও পার। ” তারপর ওকে কোলে তুলে নিয়ে বললামঃ “বাবা, আমরা পুরো বাংলাদেশকেই জাতীয় গর্ত বানিয়ে ফেলেছি, তোমরা বড় হয়ে – আমাদেরকে এ গর্ত থেকে উপরে তুলবে।

” বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.