আমাদের কথা খুঁজে নিন

   

কেমন আছে আমার ছোট্ট গ্রামটি....?

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

নিজেকে নিয়ে বানিয়ে বলার কিছুই নেই, গ্রামে বড় হয়েছি তার পরে কিছু দিন শহরে কিন্তু গ্রামটাই আমার কাছে অনেক ভাল লাগতো। গ্রামের বন্ধুদের সাথে বিকালে স্কুল শেষ করে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে গ্রামে সকল বন্ধুদের ডেকে সবাই মিলে মাঠে আর কি যে সেই হৈ চৈ করতাম। খেলা শেষ সন্ধা হলে আবার ঘরে এসে পড়তে বসা, রাত ১০ পর্যন্ত আম্মু পাশে বসে সব বই গুলো পড়া হলে তার পরে ঘরের সবাই মিলে এক সাথে বসে খাওয়া দাওয়া করে ঘুম, ঘুম থেকে উঠে মসজিদে হুজুরের কাছে আরবি পড়তে যাওয়া আর সেখানে তো আরো মজার মজার কান্ড করে বসা, মসজিদ থেকে এসে কিছু খেয়ে আবার বাড়ির পাশের বন্ধুদের নিয়ে স্কুল। আর বর্ষা এলে তো কোন কথায় নেই , হাজী বাড়ির বড় পুকুরে সবাই মিলে সাতার কাটা। আর বড় হাজী সাব এসেই তো সবাইকে একে একে ডেকে একটা করে কান মলা দিয়ে বলতো এতক্ষন পানিতে থাকতে নেই , বেশীক্ষন পানিতে থাকে জ্বর আসবে যে, আর এই হাজী বাড়ির আম তো আমাদের জন্য রাখাটাই ছিল দায়। আজ অনেক অনেক দুরে আমার সেই সোনার ছোট্ট গ্রাম থেকে জানিনা আজ আমাদের সেই ছোট্ট গ্রামটা কেমন আছে, শুনেছি এখনো ছেলেরা আমাদের সেই মাঠে ক্রিকেট খেলে কিন্তু আমার যেমন মজা করতাম ওরাও কি সেই মজা করে হাজীদের পুকুর কি ওরা এখনো সাতার কাটে দল বেধে আর হাজীদের আম কি ওরা এখনো খায়। আজ এই প্রবাসে থেকে অনেক মিস করছি সারা বাংলাকে আমার সোনার ছোট্ট গ্রামটা কে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.