আমাদের কথা খুঁজে নিন

   

ছেড়ে দাও পথ

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

শেষবারের মতোন তোমাকে বলছি এখনই আলগা করো হাত, ছেড়ে দাও তাঁকে আমি কাপালিক হাতে উন্মুক্ত দা, চোখে রক্ত এক কোপে আলাদা করতে পারি ধড় থেকে তোমার মস্তক, ঘৃণিত শরীর। সেই একাত্তরের অমানিশায় ঘোর অন্ধকারে বুনো ঝোঁপের আড়ালে দাঁড়িয়ে যেভাবে এক এক করে নামিয়েছিলাম তিন-তিনটে মস্তক এখনও সে শক্তিশিখা জ্বলছে বুকেতে দুর্নিবার। এক বোন রাহেলা দিয়েছে প্রাণ নরপশুদের হাতে তাঁর ধর্ষিতা শাড়ির আঁচল রেখেছি বেঁধে শক্ত করে উন্নত মস্তকে রক্তজ্বলা শিরা-উপশিরার প্রমত্ত ভাঁজে দ্রোহী চোখে আগুন জ্বলার আগে ছেড়ে দাও পথ নইলে তোমারও পরিনতি হবে ঘাতকদের মতো ওই গলিত ভাগাড়ে, ইতিহাসের ঘৃণিত আস্তাকুঁড়ে। ৩০.০৬.২০০৮ ©Sheikh Jalil

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।