আমাদের কথা খুঁজে নিন

   

= কষ্টগুলো গুণে গুণে রেখেছি

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

আমি অন্ধকারের কাছে গুণে গুণে জমিয়ে রেখেছি আমার কষ্টগুলো আর বলে দিয়েছি তারে- জানিওনা কাউকে, কি হবে জানিয়ে বলো? আমি স্পর্শের কাতরতা দিয়ে জুড়িয়ে নেই কষ্টের কষ্টগুলো, আমি তাদেরে লালন করছি গোপনে। মানুষ মরে যায়, মরে না ব্যথাগুলো তার বাতাসে বাতাসে উড়োউড়ি করে টনটনে যন্ত্রণা! তবু যেও না সেখানে যেখানে আনন্দ নীড়, মসৃণ সুখেরা বিছানো; যেও না কালবৈশাখী! যেও না লুহাওয়া! যেও না সাইমুম! এক জীবনের কতটুকু অপেক্ষার পর এক জীবনের সুখেরা নেমে আসে পাঁজরে, অন্তরে, অন্দরে, সদোরে ও সাদরে। যদি দেখা করতেই হয়, চলে এসো, কষ্ট সওয়াদের দুয়ারে আঘাত করো; জীবন যেখানে কষ্টের কতগুলো সেকেণ্ড, মিনিট, ঘন্টা ও বছরের সমাহার। ৬ আগষ্ট ২০০৮ মদীনা মুনাওয়ারা, সউদী আরব। ছবি: ফজলে এলাহি মুজাহিদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।