আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্টু ছেলে

পরে হবে

যখনই তোমাকে দেখি ঐ ছেলেটা তোমার সঙ্গে থাকে ঐ ছেলেটা দুষ্টু আনেক কী জানি কী বলেছে তোমায় জানি আমি অনেক কিছু তোমায় কিন্তু ছুয়ে ছিল দিয়েছিল রক্ত মাংশ তন্ত্র মন্ত্র কী জানি সে ব্যাগের মধ্যে রাখে। আমার আনেক কষ্ট সখি ঐ যে চিল উড়ছে দেখ গোলাপ বাগান ফুল তো কার সম্পতি নয় দুর হয়ে যা, দুর হয়ে যা চাদের বাড়ি এই কথাটি মনের মধ্যে রেখ। তোমরা কেবল শরীর শরীর হস্ত লেখা পান্ডুলিপি ঝর্নজলে চাদ পড়েছে গভীর রাতে কৃষক যেমন চোর ধরেছে তোমরা কেবল সব্জীবাগান ফুলের কপি। আমার আনেক কষ্ট সখি ঐ ছেলেটা দুষ্টু আনেক আমায় শুধু পাখির কথার তর্জমা কী দিতে পার দুর হয়ে যা, দুর হয়ে যা চাদের বাড়ি দুষ্টু ছেলে তোমার ঝুঝি আছে বহু গোপন করা করকরা চেক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।