আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা কমান্ডে প্রোগ্রাম চালান



এই টিপসের সাহায্যে আপনি উইন্ডোজের Run কমান্ডে বাংলা লিখে প্রোগ্রাম চালু করতে পারবেন। প্রথমে অবশ্য কম্পিউটারে বাংলা সেটাপ করা থাকতে হবে এবং তা করার জন্য যেসব সফটওয়্যার/ফন্ট ডাউনলোড করতে হবে: ( যদিও আপনারা জানেন ) ০। এই প্যাকেজ ডাউনলোড করুন অথবাঃ ১। iComplex ২। অভ্র কীবোর্ড ৩।

Siyam Rupali ফন্ট ৪। Font Fixer সফটওয়্যারগুলো উপরের ক্রমানুসারে ইন্সটল করলে ভালো হয়। যদি Siyam Rupali ফন্ট আগে থেকে থাকে তাহলে আগেরটা ফেলে নতুনটা ইন্সটল করুন (Control Panel > Fonts এ কপি/পেষ্ট করুন)। এবং Font Fixer এ Siyam Rupali সিলেক্ট করে রিস্টার্ট করুন তানাহলে রান বক্সের লেখাগুলো খুব ছোটো দেখাবে, আর Siyam Rupali আমার জানামতে সবচেয়ে বড় ফন্ট এ কাজের জন্য । এভাবে বাংলা সেটাপ করলে দেখেছি Firefox 3.0 ও IE7 এ আলাদাভাবে কোনো সেটাপ দিতে হয় না আর টাইটেলের জন্যও আলাদা সেটাপ লাগে না।

এখন যে প্রোগ্রামটি Run কমান্ডের সাহায্যে রান করতে চান তার একটি শর্টকাট তৈরী করুন এবং অভ্র কীবোর্ডের সাহায্যে শর্টকাটকে বাংলায় রিনেম করে উইন্ডোজের ফল্ডারে কপি করুন। যেমন ধরুন আপনি ফায়ারফক্স রান করতে চান তাহলে ডেক্সটপের Mozilla Firefox শর্টকাটতে রাইট ক্লিক করে Rename সিলেক্ট করুন এবং অভ্র কীবোর্ডের সাহায্যে নাম দিন “ফায়ারফক্স“ । এরপর আপনার উইন্ডোজ এক্সপি যদি C: ড্রাইভে ইন্সটল করা থাকে তাহলে “ফায়ারফক্স“ শর্টকাটকে C: ড্রাইভের Windows ফোল্ডারে কপি করুন। এখন Start>Run এ গিয়ে “ফায়ারফক্স“ টাইপ করে OK করুন, দেখবেন ফায়ারফক্স চালু হয়েছে। কিন্তু যদি বাংলা লেখাগুলো খুবই ছোট দেখায় তাহলে Font Fixer আবার চালান।

আর নাম যদি এক অক্ষরের মধ্যে না হয় তাহলে কোলন ব্যাবহার করুন। আংরেজিতে আসল পোষ্টের জন্য এখানে ক্লিক করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।