আমাদের কথা খুঁজে নিন

   

কেক ফ্রেন্ড...স্ট্যাম্প ফ্রেন্ড

...এক অতিথি_পথিক_মানুষের অদেখা ভুবন যাত্রা...

...আমার খুব পছন্দের একজন মানুষ আমার শিক্ষক আমাকে বলেছিলো পৃথিবীতে দুই ধরনের বন্ধু আছে ৷ ১.কেক ফ্রেন্ড, ২.স্ট্যাম্প ফ্রেন্ড ৷ কেক ফ্রেন্ড হচ্ছে এমন ধরনের বন্ধু যারা বন্ধুত্বে নিজ স্বার্থকে প্রাধান্য দেয় না ৷যেমনঃ এক বন্ধু তার বাসায় কেক তৈরি করলো এবং আমার জন্য খানিকটা কেক তুলে রাখলো ৷সে আমাকে খাওয়াবে তার মধ্যে কোন স্বার্থ নেই,ভালবেসে আমার জন্য সে কেক তুলে রেখেছে ৷এদের সাথে সবসময় যোগাযোগ না রাখলে ও এদের ভালবাসা দূর থেকেই অনুভব করা যায় ৷বিপদে এরা নিঃশব্দে ছায়ার মত পাশে থাকে ৷এরা আমাকে ভালবাসবে,আমার টাকা-কড়ি,ক্ষমতাকে না ৷ আর স্ট্যাম্প ফ্রেন্ড এর ঠিক উল্টো ৷এরা এমন ধরনের বন্ধু যারা বন্ধুত্বে নিজ স্বার্থকে প্রাধান্য দেয় ৷এদের বন্ধুত্বে লেন-দেন প্রাধান্য পায় ৷যেমনঃ যাদের শখ স্ট্যাম্প সংগ্রহ করা তারা সবসময় পার্টনার খুঁজে এবং ৫-১০ টা স্ট্যাম্পের বিনিময়ে ভিন্নধরনের ৫-১০ টা স্ট্যাম্পের আদান-প্রদান করে ৷যারা আমার টাকা-ক্ষমতা থাকার সময় পর্যন্ত স্থায়ি ৷ আমি আমার শিক্ষকের কথা মনে-প্রাণে বিশ্বাস করেছি ৷জীবনে ১০টা স্ট্যাম্প ফ্রেন্ড থাকার চেয়ে ১টা কেক ফ্রেন্ড থাকা ভাল মনে করেছি৷ সবাইকে বন্ধু দিবসে ভালবাসা..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।