আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুতা আসলে বলে কয়ে হয় ন...



ক্লাস নাইনে পড়ি তখন...হঠাৎ একদিন নাহিদ আমাকে বলে বসলো...'তুই আমার বন্ধু হবি ?'...আমি বোধহয় সত্যি-ই বড্ড বেরসিক ছিলাম...উত্তরে বলেছিলাম 'না'....ঘটনাটা মনে পড়লে আজও হাসি পায় প্রকৃতি অত্যন্ত নির্দয়ভাবে আমার উপর প্রতিশোধ নিয়েছিলো ইউনিভার্সিটিতে সম্ভবত: সেকেন্ড ইয়ার...কেকা কে একদিন কড়িডোরে একা পেয়ে বললাম...'কেকা আজ থেকে আমি তোমাকে তুই ডাকবো..ঠিক আছে?'...কেকা মুখের উপর আমাকে না বলেছিলো। বন্ধুতা আসলে বলে কয়ে হয় না । এটা হয়ে উঠবার বিষয়। বলাই বাহুল্য যে নাহিদ আর কেকার কথা বললাম...এর মধ্যে নাহিদ এর সাথে বন্ধুতা গড়ে উঠবার কোন ফুরসত দেয়নি সময়...কেকা আমার খুব ভালো বন্ধু ..আমরা পরস্পরকে তুই ডাকি এখন। খুব মিস করি পুরোনো বন্ধুদেরকে। বন্ধু দিবসে সামহ্যোয়ার এর সকল ব্লগার বন্ধুদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি...খুব ভালো থাকবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।