আমাদের কথা খুঁজে নিন

   

ঝোল ঝোল কবিতাস্কোপ, এলিজি-১

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

একদিন দুইটা, আড়াইটা, তিনটার রাতে- ছোপছোপ রঙের নগ্নতায় পুরো ঘরময় হাঁটলে। ঠিক নাই দুইটা, তিনটা না চারটে। ঠিক নাই রাত্র নাকি দিনের ঘন্টা। তুমি হাঁটলে এঘর ওঘরে শরীরে রঙের বর্ষা নামিয়ে; নিজের মুখখানি আঁকলে ঘরের ক্যানভাসে। পরের দিন সকালে বুঝলাম রাতেই পালিয়েছো, দুইটা, তিনটা, সাড়ে তিনটার নগ্ন হাঁটাহাঁটি- নিজের শরীরে রঙের কোচরে কেবল রেখে গেছো ছবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।