আমাদের কথা খুঁজে নিন

   

আলো-ছায়ার কথা...

আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . .

আমার আজকে কিছু কথা বলতে ইচ্ছা করছে। ব্লগে আমি যখন এসেছিলাম তখন মনে হতো আমি যে এখানে লিখবো মানুষ সেগুলো পড়ে কি ভাববে ? নিজের সাথে ডায়রিতে কথা না বলে একটু ছড়িয়ে দেয়ার একটা ইচ্ছা কাজ করতো। সবাই পড়ে কি কমেন্ট দেয় তা দেখার-ও অন্যরকম একটা মজা লাগতো! আমি জানতাম যে আমি এমন কোন বড় লেখক না যে সবাই আমার লেখা পড়ে প্রশংসা করবে আর বাহবা দিবে! আমি জানতাম অনেকেই হয়তো লেখা পছন্দ করবে না, আমার তাদের কমেন্টগুলাও ভাল লাগতো। সমালোচনা দেখে মনে হতো আমার লেখা আসলেই মানুষ কতো মন দিয়ে পড়ছে! তাদের সমালোচনা মনে রেখে একটু কাট-ছাঁট-ও হয়তো করতাম পরের লেখাগুলায়। আমি জানতাম এখানে মানুষ লেখাগুলো পড়ে আর তার ওপর-ই কমেন্ট করে।

আমি বেশ কিছু মানুষ থেকে সুন্দর সহযোগিতা পেয়েছি প্রথমদিককার ব্লগজীবনে। তাদের উৎসাহে আমি সত্যি অনেক বিশ্বাস পেতাম নিজের ওপর। আমি এখানে কখনো কোন কথা কাটাকাটি বা বিতর্কে জড়িয়ে যাবো বুঝতেও পারিনি। প্রত্যেকটা মানুষের-ই নিজস্ব কিছু পছন্দ-অপছন্দ, মূল্যবোধ বা চিন্তাধারা থাকে। আমারো ছিল আর এখনো আছে।

আমি এখানে একজন-দুজন ছাড়া কাউকেই ব্যক্তিগত ভাবে চিনি না। যারজন্য কিছু মানুষের আক্রমণাত্মক ভঙ্গিটা ভাল লাগেনি। কিছু মানুষের অন্যর পেছনে সম্পূর্ণ অযথা লেগে থাকাটাও চোখে পড়েছে। আমার মনে হয়েছে এর জন্য তো এদের জবাব দেয়া প্রয়োজন। নিজের যুক্তিগুলো বেশ শক্তভাবেই বলার চেষ্টা করেছি সেই সময়।

কেমন অসুস্থ একটা পরিবেশ মনে হতো। তারপর থেকে ব্লগ যায়গাটাকে আগের মতো আকাঙ্খিত লাগে না। মনে হয় আমি নিজেও তো ব্যপারগুলো নিয়ে চিৎকার করছি, উত্তর দিচ্ছি...নিজের ভেতরটাও বিষাক্ত হয়ে থাকে। আমার পোস্টগুলোতে এখন যেই সমস্যাটা হয় তা হচ্ছে... কিছু ব্লগার (যাদের কমেন্ট দেয়ার ধরনটা আমার পছন্দ না বা আমি হয়তো বিতর্ক করেছি) আমার নিজের জন্য খুব বিশেষ কিছু পোস্টে গিয়ে মাইনাস দিয়ে আসছেন সাথে এমন কমেন্ট করছেন যা দেখলে আমার মনে হয় আমি ব্লগে আসি-ই ঝগড়া করতে আর ব্লগারদের ব্লক করতে। যেমন সম্প্রতি একজন বলেছেন,"মাইনাস দিলাম।

এখন ডিলিট করে দেন আমার কমেন্টটাও"। এই বিতর্কিত কমেন্টগুলার জন্য পোস্টগুলোর আলো-ও কেমন যেন ফিকে হয়ে যায়! আমি এতটুকুই বলি যে আমার উদ্দেশ্য মানুষের সাথে বিতর্ক বা পাল্টা কথা বলা না। আমি শুধুই আমার কিছু কথা বা ভাব নিয়ে কথা বলি। যাদের ভাল লাগবে না তারা অবশ্যই মাইনাস দিবেন, কেন দিলেন তাও বলবেন। কিন্তু একটু ভেবে বলবেন যাতে আপনাদের মতামত গুলো আমার ভুল ধরিয়ে দেয়।

কারো সাথে তো আমার শত্রুতা নেই! এসব ব্যপারের জন্য এখন ব্লগে লিখতে ভাল লাগে না। সত্যি-ই আগের মতো লিখতে ইচ্ছা করে না নিজের ভাব বা কথাগুলো...কিন্তু যাই হোক... এখানে এসে কিছু অসাধারণ মানুষের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে... যেটা আমার জন্য অসাধারণ একটা পাওয়া!!! সবাই অনেএএএক ভাল থাকুন... শুভ ব্লগিং!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।