আমাদের কথা খুঁজে নিন

   

সুখের কান্না

ভয় পেওনা তুমি, আমার জন্মভূমি

কী যে ভীষণ একা হই, তাই মাঝে মাঝে-কান্না! ভীষণ রকম ভালোবাসিস তাই হেসে বলি-"আর না" একটা ঘরে -একলা আমি, সঙ্গী কাঁচের জানালা- সকাল-বিকেল ভীষণ আবেগ কিছুই তো জানলি না! কেমন করে বুঝতে পারি- তোর গানের সুরটা? আমার গানটি বেজেই চলে শোনার মানুষ পাই না! অনুতাপে যখন ভীষণ কাঁদিস ওপারের তুই জানিস কি? ভীষণ কষ্টে গুমরে মরে এপারের এই মেয়েটি! তোর চোখের জলের মাঝেই, আমার জীবন ছবির প্রতিচ্ছায়া- দেখতে দেখতে কাটিয়ে দিবো, ভালোবাসার প্রতিটি বেলা!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।