আমাদের কথা খুঁজে নিন

   

খুন করা আর খুনিকে প্রশ্রয় ও সমর্থন করা কি খুনির সমান পাপী হওয়া নয়?



প্রিয় বন্ধু সর্বহারা সন্ত্রাসী বলুন, জঙ্গি সন্ত্রাসী বলুন, ছাত্রশিবিরের ক্যাডার-সন্ত্রাসী বলুন আর অন্য যে কোন পার্টির সন্ত্রাসী বলুন... সন্ত্রাসী সন্ত্রাসীই। প্রথমে বলে নেয়া ভাল, যিনি নিজের পরিচয় দিতে পারেন না তিনি কি ধার্মিক বা তিনি কি কোন সভ্য মানুষের তালিকায় পড়েন। বন্ধু মাহিরাহি আপনিতো নিজের পরিচয়টাই গোপন করে অন্যকে নসিহত করছেন। জানি না আপনার সত্যিকারের সঠিক কোন পরিচয় আদৌ আছে কিনা? থাকলে ভাল। প্রত্যাশা করি আপনার সে পরিচয় আছে।

এবং এই পোষ্টের পর আপনি আপনার আসল পরিচয় সবার সামনে খোলাসা করবেন। নিজের পরিচয়ে লেখা দিতে এত ভয়-ভীরুতা-কাপুরুষতা কেন, আমি তা বুঝতে পারি না। তবে এটুকু বলা যায়, যিনি অস্বচ্ছ-অসৎ তিনি নিজের পরিচয়টা গোপন রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বোধহয়। যাহোক আমি ব্যক্তিগতভাবে ধর্ম বিষয়ে কোন কথা বলতে চাই না। তবে এটা আমি বলতে চাই যে, ধর্ম যার যার রাষ্ট্র সবার।

আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন ধর্ম কাউকে মিথা বলতে অসত্য তথ্য প্রচার-প্রকাশ করতে বা নিজের পরিচয় গোপন রাখতে বলেনি। আপনি লিখেছেন যে, কমিউনিষ্ট পার্টির রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে কেউ কথা বলে না। আপনিতো কিছু জানেনই না। পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি একটি নিষিদ্ধ সংগঠন। আর বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি বা সিপিবি একওটি সদ্ধ এবং প্রকাশ্য রাজনৈতিক দল।

আপনি কোনটার কথা বলতে চান। আপনি বাংলা ভাই নামক যে দানবটি দেশে খুন-খারাবি ও জঙ্গিবাদ করে গোটা দেশটাকে একটা তালেবানী রাষ্ট্র বানাতে চেয়েছিলেন সেই মানুষটি আপনাদের মত বেহুদা লোকদের কাছে ইমানদার হবে নাতো কার কাছে হবে। কই RAB তো বাংলা ভাই বা অন্য জঙ্গিদের ধরার পর ক্রসফায়ার করেনি। কেন বলতে পারেন কি? আসলে RAB বাহিনীকে যারা চালান বা সৃষ্টি করেছেন তারা বোধহয় জঙ্গি স্বাধীনতাবিরোধীদের সজ্জ্বন। নাহলে এতগুলো জঙ্গি ধরা হলো কেউ ক্রসফায়ার হলেন না কেন? এই প্রশ্নটি সাধারণ মানুষের মনে ঘুরপাক খায়।

এবার আপনার নাস্তিকতাবাদ প্রসঙ্গে আমার ব্যক্তিগত মত প্রকাশ করতে চাই। আমি মনে করি প্রকতপক্ষে ইশ্বরে বিশ্বাস করেন না এমন কোন মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া কঠিন। তবে হয়ত আল্লাহ, ভগবান, ড, সৃষ্টিকর্তা, ইশ্বর নামে কেউ কেউ স্বীকার করেন না, কিন্তু তারা সুপার পাওয়ার, ন্যাচার ইত্যাদি নামে ইশ্বরকে স্বীকার করেছেন। আর আপনি বাংলা ভাইকে ধার্মিক বলেন, যিনি একজন মহাখুনি, জঙ্গিবাদের অন্যতম প্রবক্তা। রাজনৈতিক দল ও ধর্মকে এ করার মানে কি? আমরা বুঝি, আপনারা ধর্মকে পুঁজি করে আপনাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চান।

ধর্মকে নিয়ে রাজনীতি নয়, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় চেতনা নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি লিখেছেন ডা. মিজানুর রহমান টুটুল মেডিক্যালের ছাত্রত্ব ছেড়ে সর্বহারা দলে যোগ দেন। আপনি একদম মিথ্যাবাদী। উনি একেবারে এমবিবিএস পাশ করে কিছুদিন সরকারী চাকুরিও করেছিলেন। খুন করা আর খুনিকে প্রশ্রয় ও সমর্থন করা কি খুনির সমান পাপী হওয়া নয়?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।