আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে করে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ইচ্ছে করে ইচ্ছে করে পাখীর মতো ডানা মেলে উড়তে, ইচ্ছে করে মনের সুখে বনে-বাদারে ঘুরতে। ইচ্ছে করে রুদ্ধ দুয়ার দু'হাতে আজ খুলতে, ইচ্ছে করে কষ্টগুলো অনায়াসে আজ ভুলতে। ইচ্ছে করে ফুলের মতো কারও মনে ফুটতে, ইচ্ছে করে ভোমর হয়ে ফুল বাগিচায় ছুটতে। ইচ্ছে করে রঙ মেখে আজ সঙ সেজে বসতে, ইচ্ছে করে ভুল করা সেই অংকগুলো কষতে। ইচ্ছে করে মায়ের দেয়া বকুনি খেয়ে হাসতে, ইচ্ছে করে দাদুর মতো তামাক খেয়ে কাশতে।

ইচ্ছে করে রথের মেলায় নাগরদোলায় চড়তে, ইচ্ছে করে পাঁপড় ভাজায় শুকনো পেট ভরতে। ইচ্ছে করে ভর দুপুরে খালের জলে ঝাপ দিতে, ইচ্ছে করে লাটাই-সূতোয় রঙিন ঘুড়ি ওড়াতে। ইচ্ছে করে ছিপ নিয়ে যাই পুকুরে মাছ ধরতে, ইচ্ছে করে লাগাম ছাড়াই ঘোড়ার পিঠে চড়তে। ইচ্ছে করে নাও ভাসিয়ে নদীর স্রোতে ভাসতে, ইচ্ছে করে ফোকলা দাঁতে খিলখিলিয়ে হাসতে। ইচ্ছে করে ঢিল মারি ঐ তেঁতুল গাছের শাখাতে, ইচ্ছে করে পিড়িতে বসে ভাত খাই কলাপাতাতে।

ইচ্ছে করে ঘর পালিয়ে ভিজবো দারুন বৃষ্টিতে, ইচ্ছে করে হালখাতাতে পেট ভরাবো মিষ্টিতে। ইচ্ছে করে ছেলেবেলার দিনগুলোকে ফিরে পেতে, ইচ্ছে করে খুশীতে নাহয় নতুন করে উঠবো মেতে। (সংযোজিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.