আমাদের কথা খুঁজে নিন

   

যা কখনও ভোলার নয়



একজন মানুষের জীবনে প্রথম সবসময় অন্য স্বাদের। তার ফল যাই হোক না কেন। এই যেমন ছোটবেলায় প্রথম স্কুলে যাওয়া, সাঁতার শেখা, সাইকেল চালানো শেখা, একা নানা বাড়ি যাওয়া ইত্যাদি। তারপর বয়স বাড়ার সাথে সাথে জীবনের চাওয়া-পাওয়া বদলের শুরু। তখনকার প্রথমের মধ্যে রয়েছে- প্রথম কলেজ-ইউনিভার্সিটিতে যাওয়া, প্রথম প্রেম, চাকরির প্রথম বেতন প্রভৃতি- এগুলো যে আনন্দ দেয়, সারা জীবনে পরবর্তীতে অনেক বড় বড় প্রাপ্তি এত আনন্দ দিতে পারে না। তাই তো মানুষ নস্টালজিয়ার মধ্য দিয়ে বার বার ফিরে যায় অতীতে। খুঁজে ফেরে হারানো স্মৃতি। যে স্মৃতি কখনও ভোলার নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।