আমাদের কথা খুঁজে নিন

   

হায়! ভূমিকম্প... (বিডিনিউজ২৪ এর তাৎক্ষণিক সংবাদ)

রিজওয়ানুল ইসলাম রুদ্র

একটা মাঝারি সাইজের ভূমিকম্প হয়ে গেলো ঘন্টাখানেক আগে। যে-বাসায় আমি থাকি সেখানকার খাটটা দুলতে লাগলো কম সে কম ৪-৫ সেকেন্ড ধরে। মৃদু দুলুনি। একবার ভাবলাম - ভূত নাকি ? না-কি কোনো অশরীরী এসে খাট নাড়ছে ? পাশের খাটে মামা শুয়ে আছেন। চিৎকার করে উঠলেন - ঐ কে রে ? কে-এএএএ ? ( কারণ তখন জানালা জোরে জোরে কাঁপছে এবং শব্দ করছে..উনি চোর ভেবে)... সবাই বাইরে বেরিয়ে আসলাম... সাথে ছিলো মানুষের নিত্যসঙ্গী ভয় এবং শঙ্কা ! সদ্য সংবাদ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প Sun, Jul 27th, 2008 1:08 am BdST ঢাকা, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে শনিবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্প কয়েক সেকেণ্ড স্থায়ী হয়। তাৎক্ষণিকভাবে এর মাত্রা জানা যায়নি। কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, "রাজধানীতে মৃদু ভূমিকম্প হয়েছে। তবে এর মাত্রা এখনও নিরুপণ করা হয়নি।

" । ঢাকার বাইরে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল, ময়মনসিংহ ও নরসিংদী থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্ররা বাইরে বেরিয়ে আসেন। ঢাকার তেজগাঁও-নাখালপাড়া থেকে এমদাদ ফোনে জানান, তিনি কম্পিউটারে কাজ করার সময় দেখেন, টেবিল এবং পাশে রাখা গ্লাসের পানি কাঁপছে। তিনতলা থেকে তাদের এবং পাশের ফ্ল্যাটের বাসিন্দারা নিচে নেমে আসেন।

টাঙ্গাইল শহরের উপকণ্ঠের নন্দীর বেতকা গ্রাম থেকে ফারহা কায়সার ফোন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বেশ প্রবল ঝাঁকুনি অনুভব করে ঘুম থেকে জেগে ওঠেন। টাঙ্গাইলের মধুপুর গড় এলাকায় দৃশ্যত ভূমিকম্প একটু বেশি স্থায়ী ছিল। সেখানকার গাঙ্গাইর এলাকার নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রবল ভূমিকম্পে তাদের বাড়ির জানালা সশব্দে কেঁপে ওঠে। দশ সেকেণ্ডের বেশি ভূমিকম্প চলে বলে তার মনে হয়েছে। অধ্যাপক ড.সৈয়দ হুমায়ুন আখতার, গত বৃহস্পতিবার রাজধানীর অদূরেই একটি মৃদু ভূমিকম্পের কথা উল্লেখ করে বলেন, " মাঝারি ভূমিকম্পের আগে ওই ধরনের ভূমিকম্পকে 'বিফোর শক' বলা হয়।

এগুলো আরও ছোটখাট ভূমিকম্পের শঙ্কা জাগাচ্ছে। " আবহাওয়া দপ্তরের কর্তব্য কর্মকর্তা রাশেদুজ্জামান রাত ১ টার কিছু পর জানান, তখনও ভূমিকম্পের মাত্রা ও কেন্দ্রস্থল নিরূপণ করা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্র কামরুল হাসান খান জানান, পরপর দুবার ঝাঁকুনিতে আতঙ্কিত ছাত্ররা কক্ষ থেকে বের হয়ে মাঠে জড়ো হয়। আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়ে জিয়া হলের ছাত্র আবুল কালাম আজাদের পা ভেঙে যায়। মুহসিন হলের ছাত্র আশরাফুল ইসলাম কচি জানান, হলের ছাত্ররা আতঙ্কে মৃদু বৃষ্টির মধ্যে মাঠে বেরিয়ে আসেন।

অনেকে মুহসিন হলের জরাজীর্ণ ভবন ধ্বসে পড়ার আশঙ্কায় কম্পন থামার পরও রুমে ফিরে যেতে ভয় পাচ্ছিলেন। মালিবাগের বাসিন্দা হামিদ হোসেন জানান, তিনি ভূমিকম্পের পর সপরিবারে রাস্তায় বেরিয়ে আসেন। অনেককেই তিনি রাস্তায় দেখেছেন বলে জানান। নরসিংদী ও হবিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধিরা জানান সেখানে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প হয়েছে। নরসিংদীতে পুলিস সদস্যরা ব্যারাক থেকে বেরিয়ে আসেন।

বিস্তারিত পড়ুন : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।