আমাদের কথা খুঁজে নিন

   

কিছু মনে নিয়েন না, একটু জ্যোতিষি হতে ইচ্ছে...

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...
একটা ভবিষ্যৎবানী করতে চাচ্ছি। কিছু মনে করবেন না, বিষয়টা একটু বিরক্তিকর তবে মজার খেলাটা একই, শেষপর্যন্ত গোলই হয়, বাংলাদেশের মানুষ এ ধরনের একটা খেলাই দেখেছিল ধরা যাক ফুটবল। ইদানিং তা রাগবি বা গেইলিক হিসেবে আসছে আর কি। যে জাতির জন্য যে ট্রিটমেন্ট। আচ্ছা ভবিষ্যৎবানীতে আসি।

ফাসির আসামীকে মাফ করতে পারেন যিনি তার ছেলে, পু্ত্রবধু ইত্যাদির নামে ইদানিং বেশ কানাঘুষা শোনা যাচ্ছে, নানা আকুল আবেদনও প্রায় এসেই গেছে…মহামান্য, আপনি পদ আকড়ে ধরে রাখবেন না, দুর্নিতীর অভিযোগ চলে এসেছে আপনার পরিবারের বিরুদ্ধে, আপনি বিতর্কিত অধ্যাদেশ সাক্ষর করে চলেছেন…হেন তেন। শীগ্রই আমাদের ফাসির আসামী মাফ করার ক্ষমতা সম্পন্য দেশের একমাত্র লোকটি মনে হয় নানা পারিপার্শিকতায় নানা অভিযোগে লজ্জা পেয়ে আর শারিরিক দুর্বলতায় পদত্যাগ করতে চলেছেল। একেবারে মোক্ষম সময়…১০ এর ২৩ এ আবার দামামা বাজবে ৩৩০ জায়গায়। পদত্যাগে পদশূন্য হবে, আবারও উদ্ধারকর্তা আসবেন নতুন রূপে… কদিন পরে বৈধতা দিতে ৩৩৩ তো থাকলই একই চক্র। ব্রেভ ইউ প্ল্যানার।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।